• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

জঙ্গিবাদ নিয়ে দলাদলি নয়-ফেনীতে আইজিপি


প্রকাশিত: ৭:২২ পিএম, ২১ জুলাই ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৩৯ বার

ফেনী প্রতিনিধি  :  দেশের স্বার্থ বিবেচনায় জঙ্গিবাদ প্রশ্নে কোনো দলাদলি না করার আহবান জানিয়েছেন আইজিপি একেএম শহীদুল হক। তিনি বলেন, 1দেশ না থাকলে কিসের রাজনীতি। আপনি সরকারকে পছন্দ করেন না তাই বলে কোনো জঙ্গি তৎপরতার খবর শুনে খুশি হওয়া ঠিক নয়। কারণ এতে আপনার কোনো লাভ নেই। বরং দেশের ভয়াবহ ক্ষতি হচ্ছে। এ ঘটনায় বিদেশিরা যারা দেশের উন্নয়নে অংশীদার তারা এদেশে আর আসবে না।আজ বৃহস্পতিবার ফেনী শহরের মিজান ময়দানে জেলা পুলিশের আয়োজনে সন্ত্রাস-জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইজিপি আরো বলেন, তারা ধর্মের নাম নিয়ে শুধু বিধর্মী নয়, নামাজরত মানুষকেও হত্যা করে, ঈদগাহে হামলা করে। এতেই বোঝা যায় এরা কুরআন-হাদিস বোঝে না। আয়াতের খন্ডিত অংশ তাদের শেখানো হয়েছে। যেখানে সারাজীবন ইবাদত করে বেহেশতের নিশ্চয়তা নেই সেখানে মানুষ খুন করে বেহেশতে যাওয়ার শর্টকাট রাস্তার কথা বলে তাদের মধ্যে উন্মাদনা তৈরি করা হচ্ছে। বোঝা উচিত, এদেশে বিধর্মীদের মারা হলে অন্য দেশেও মুসলমানদের মারা হবে। মূলত তরুণদের বিপদগামী করে জঙ্গিবাদে ঠেলে দিয়ে ইসলামকে ধ্বংস করার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, বিষয়টি আজ দেশের আলেম-ওলামাসহ সর্বস্তরের মানুষ বুঝে গেছে বলে গুলশানের ঘটনায় নিহত জঙ্গিদের স্বজনরা তাদের মৃতদেহ নেয়নি। শোলাকিয়ায় নিহত জঙ্গির জানাযা মুসল্লীরা প্রত্যাখান করেছে। এতে  বোঝা যায় বাংলার জনগণ জঙ্গিবাদকে ঘৃণা করে। এদেশের মানুষ ধর্মপ্রাণ, কিন্তু ধর্মান্ধ নয়।

অতীতে বলা হতো কওমী মাদরাসায় জঙ্গি সৃষ্টি হয়। কিন্তু গুলশান ও শোলাকিয়ার ঘটনায় প্রমাণ হয়েছে এ কথা সত্য নয়। যারা আটক হয়েছে তারা মাদরাসা ছাত্র নয়। তারা নর্থ সাউথ, স্কলাস্টিকা, ব্র্যাক, ডিআইটিসহ ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী।তিনি জুমার খুৎবায় জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলার জন্য খতিবদের প্রতি আহবান জানিয়ে বলেন, ইসলামিক পন্ডিতদের কথা ধর্মপ্রাণ মানুষ বেশি শুনবে।