• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

চলন্ত বাসে টিকাটুলিতে চালক-হেলপারের সহায়তায় ছিনতাই-


প্রকাশিত: ৪:৩৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

12

স্টাফ রিপোর্টার  :   ফের বেড়েছে ছিনতাই।এবার চলন্ত বাসে ছুি মেরে টাকা ছিনতাই করেছে দুবৃত্বরা। এরা আজ ভোরে ঢাকার টিকাটুলিতে দুই মাছ ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নেয় চলন্ত বাসে। পরে আহত আলম মিয়া (৫০) ও শফিকুল ইসলাম (৩০) নামের দুই ব‌্যবসায়ীকে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মো. আনিসুর রহমান জানান, শুক্রবার ভোরে তারা বঙ্গভবনের পাশের রাস্তা থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠেন। কিছুক্ষণ পর ৪/৫ জন যুবক বাসের ভেতরেই তাদের ঘিরে ধরে এবং ছুরি মেরে দুইজনের সঙ্গে থাকা ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

বাসটি সায়দাবাদ জনপথের মোড়ের কাছে যাওয়া পর বাস ফেলে চালক, তার সহকারী এবং ছিনতাইকারীরা পালিয়ে যায়।পরে পুলিশ দুই ব‌্যবসায়ীকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকলে কলেজ হাসপাতালে নিয়ে যায়।

ওসি জানান, আলমের পেটে ও শফিকুলে ডান হাতে ছুরির আঘাত লেগেছে। তবে দুজনই আশঙ্কামুক্ত।তারা দুজন কাপ্তান বাজারে মাছের ব্যবসা করেন জানিয়ে ওসি বলেন, এ ঘটনায় একটি মামলা করার প্রক্রিয়া চলছে।