• বুধবার , ৮ জানুয়ারী ২০২৫

ঘুষ নেয়ার পাতাফাঁদে এবার পাকরাও নারী খাদ্য কর্মকর্তা


প্রকাশিত: ৬:২২ পিএম, ১ ফেব্রুয়ারি ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৫০ বার

ggদুর্নীতি দমন কমিশন-দুদকের উদ্যোগে ঘুষ নেয়ার পাতাফাঁদে এবার পাকরাও হয়েছেন এক নারী খাদ্য কর্মকর্তা। ‘ঘুষফাঁদে’র শিকার ওই নারী কর্মকর্তার নাম বিউটি বেগম (৪৫)। বুধবার বিকালে রাজধানীর তেজগাঁও খাদ্য গুদাম থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের পরিচালক নাসিম আনোয়ার জানান, গ্রেফতারকৃত বিউটি বেগম তেজগাঁও খাদ্য গুদামে রেশনিং কর্মকর্তা হিসেবে কর্মরত।

তিনি ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে ঘুষবাণিজ্য করে আসছিলেন। তার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার বিকালে দুদকের অভিযানিক দল সাদা পোশাকে ‘ঘুষফাঁদ’ পেতে ৫০ হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে। তার বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।