• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

‘ঘরে ঘরে খাদ্য সহায়তার দাবী’তে আজ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন


প্রকাশিত: ১২:৪৬ এএম, ২২ জুলাই ২১ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ২২৭ বার

পল্লবী প্রতিনিধি : এবার ”ঘরে ঘরে খাদ্য সহায়তার দাবী” করেছে বাংলাদেশী বিহারী পুণর্বাসন সংসদ (বিবিআরএ) । এলক্ষ্যে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এব মানববন্ধন/ সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশী বিহারী পুণর্বাসন সংসদ (বিবিআরএ) এর মহাসচিব মোঃ হানিফ খান এক প্র্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারী লকডাউনের কারণে দেশের গরিব-দুঃখি ও অসহায় মানুষ নিদারুন কষ্ঠে নিপতিত হয়েছে। সরকারের উদ্যোগ সত্বেও সাহায্য প্রার্থীদের নিকট খাদ্য ও ত্রাণ সামগ্রী পৌচাচ্ছে না। বিরাট সংখ্যক মানুষ লজ্জায় তাদের অভাবের কথা কাউকে বলতে পারছেনা।
লকডাউনে যাতে কেউ পরিবারসহ অনাহারের স্বীকার না হয় , দুগ্ধ পোষ্য শিশুরা যাতে শিশু খাদ্য হতে বঞ্চিত না হয় সেজন্য সরকারের দৃষ্ঠি আকর্ষণ করতেই তারা এই মানববন্ধন করছেন।