• শনিবার , ১৯ অক্টোবর ২০২৪

গ্রেফতারি পরোয়ানায় ড্যামকেয়ার ম্যাডাম খালেদা জিয়া-পরোয়ানা থানায় যায়নি ৩৬ ঘন্টায়ও


প্রকাশিত: ৭:৫২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ১৫ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

khalada-11-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা :  গ্রেফতারি পরোয়ানায় ড্যামকেয়ার ম্যাডাম খালেদা জিয়া-পরোয়ানা থানায় যায়নি ৩৬ ঘন্টায়ও। গুলশান কিংবা ক্যান্টনমেন্ট থানায় খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ৩৬ ঘন্টায়ও পৌঁছায়নি। তিন থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা জানান তাদের কাছে তা এখনো পৌঁছায়নি।

এদিকে এ ঘটনায় আতঙ্কিত নন খালেদা জিয়া বলে জানিয়েছে মিডিয়া সমন্বয়ক শায়রুল কবীর। মিডিয়া সমন্বয়ক জানান, বলতে পারেন ম্যাডাম খালেদা জিয়া ড্যামকেয়ার এ ধরনের অপকৌশল নিয়ে বিএনপি প্রেসনোট দিয়েছে।

বিএনপি বলেছে, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় জামিন বাতিল করে খালেদা জিয়ার বিরুদ্ধে আদালতের জারি করা  গ্রেফতারি পরোয়ানা বেলা ২টা পর্যন্ত পৌঁছায়নি বলে জানান পুলিশ কর্মকর্তারা। গুলশান জোনের ডিসি লুৎফুল কবীর বলেছেন, এখনো পর্যন্ত তাদের  কাছে গ্রেফতারি পরোয়ানা আসেনি।

ক্যান্টনমেন্ট থানার এসি বলেছেন, এখনো পর্যন্ত তাদের কাছে কোন গ্রেফতারি পরোয়ানা আসেনি। এসব বিষয় নিয়ে উর্দ্ধতন  কর্তৃপক্ষ ভাববেন। তার কিছুই বলার নেই বলেও জানান।

এদিকে বিএনপির একাধিক নেতা বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনকে এভাবে প্রতিহত করা যাবেনা। বরং আরো কঠোর আন্দোলনে যাবে।

গোয়েন্দা সংস্থার কয়েকটি সূত্র জানায় , গ্রেফতার নিয়ে ভাবছে না আওয়ামীলীগ। কিছু ব্যক্তি অতি উৎসাহিত হয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। এমনকি সরকারের ভেতরে আমলারাও বেশি উৎসাহ দেখাচ্ছে। খালেদা জিয়া এখন যে অবস্থায় রয়েছেন  তা কারাগারের চেয়ে আরো বেশি ভয়াবহ বলেও তারা মন্তব্য করেন।