• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

গোয়েন্দা কুকুর ধরলো ‘জ্যান্ত বাঘ’!


প্রকাশিত: ৯:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৯০ বার

ডেস্ক রিপোর্টার :  এবার ‘জ্যান্ত বাঘ’ পাচার হয়েছিল কোরিয়ারে? তবে ‘জ্যান্ত বাঘ’ টি শেষমেষ পাচার হয়নি-উদ্ধার  করেছে গোয়েন্দা কুকুর। ডাকে tiger-www.jatirkhantha.com.bd‌যাচ্ছিল নীল রঙের বাক্সটি। গোয়েন্দা সন্ধানী কুকুরের ইঙ্গিত দেখে খুলতেই অবাক সবাই। বাক্স থেকে বেরোল আস্ত একটা রয়্যাল বেঙ্গল টাইগারের শাবক। ঘটনা মেক্সিকোর জেলিসকো শহরের ত্লাকেপাকে শহরের কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের। ব্যাঘ্রশাবকটিকে উদ্ধার করেছে মেক্সিকোর বন দফতর। বাক্সের ভেতরে বাঘের বাচ্চার সেই ছবি ফেসবুকে পোস্ট করেছে মেক্সিকো পুলিশ। সেই ছবি দেখে চক্ষু ছানাবড়া নেটিজেনদের।

এমনিতে পাচারের ব্যাপারে বিশ্বজোড়া মেক্সিকোর নামডাক আছে। তাই বলে বাঘ পাচার! পুলিস সূত্রে জানা গিয়েছে, জালিসকো থেকে কোয়েরেতারো প্রদেশে ‌যাচ্ছিল বাক্সটি। বাক্সটি ত্লাকেপাক কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে পৌঁছতেই ডাকাডাকি শুরু করে সন্ধানী কুকুর। তখনই বাক্সটি খোলার সিদ্ধান্ত নেন নিরাপত্তারক্ষীরা।

বাক্স খুলতেই দেখা ‌যায় ভেতরে বসে রয়েছে বাঘের শাবকটি। জানা গিয়েছে, দীর্ঘক্ষণ বাক্সবন্দি থাকায় ২ মাস বয়সী ছানাটির দেহে জলাভাব দেখা দিলেও তার শারীরিকভাবে সুস্থই ছিল সে। তবে কারা এটি পাঠিয়েছে তা এখনো জানতে পারেনি পুলিশ।