• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

গোপনে দিল্লি কা লাড্ডু খেলে ফেলেছে আল আমিন..


প্রকাশিত: ৫:১৬ পিএম, ২৩ জুন ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১১৬ বার

স্পোর্টস রিপোর্টার   :   গোপনে দিল্লি কা লাড্ডু খেলে ফেলেছে আল আমিন..! মানে  বিয়ে করেছেন 22বাংলাদেশের পেসার আল-আমিন হোসেন। তাও আবার তিন বছর আগে। কিন্তু বিয়ের বিষয়টি এতোদিন গোপন রেখেছিলেন এ ডানহাতি বোলার।

২০১৫ সালের বিশ্বকাপের পর তিনি বিষয়টি সবাইকে জানাতে চেয়েছিলেন। কিন্তু সেই সময় শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বিশ্বকাপ শুরুর আগেই দেশে ফেরত পাঠানো হয়। পরে তা আর সবাইকে জানাতে পারেননি। অবশ্য জাতীয় দলের কয়েকজন 11সিনিয়র খেলোয়াড় তার বিয়ের বিষয়টি জানেন বলে জানা গেছে।

সম্প্রতি দেয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানিয়েছেন আল-আমিন হোসেন।তিনি জানান, জাতীয় দলে প্রবেশের আগে প্রেম করে বিয়ে করেন। পরিalamin-www.jatirkhantha.com.bdবারের লোকজনও বিষয়টি জানেন।

২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ দিয়ে অভিষেক হয়েছিল আল-আমিনের।তিনি বলেন, বিয়ের বিষয়টি স্বীকার না করা ঠিক হবে না। আমার দুই ধরনের ভক্ত আছে। ভক্তরা যেন আমাকে নিয়ে অন্য কিছু না ভাবে সেই জন্য বিয়ের বিষয়টি সবাইকে জানানো দরকার।