• শনিবার , ১৬ নভেম্বর ২০২৪

গৃহকর্মী গুম করায় রাজউকের প্রকৌশলীকে হাইকোর্টে তলব


প্রকাশিত: ১২:২১ পিএম, ১৩ মার্চ ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৬ বার

111হাইকোর্ট রিপোর্টার :  বাসা থেকে গৃহকর্মী গুম হওয়ার ঘটনায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্রকৌশলী আসাদুজ্জামানকে তলব করেছেন হাইকোর্ট। আজ সোমবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি শহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ আদেশ দেন। আগামী ৪ এপ্রিল আসাদুজ্জামানকে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

একইসঙ্গে গাজীপুরের জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ বিষয়ে আইনি পদক্ষেপ নিতে বলেছেন হাইকোর্ট। সুপ্রিম কোর্টের আইনজীবী শাহানারা বেগম একটি জাতীয় পত্রিকার সংবাদ আদালতের নজরে আনেন। পরে আদালত এ আদেশ দেন।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর পান্থপথ এলাকায় প্রকৌশলী আসাদুজ্জামানের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত আজিজা খাতুন (১২)। তিন মাস ধরে তাকে গুম করে রাখা হয়েছে।

আসাদুজ্জামানের কাছে এ বিষয়ে জানতে চাইলেও তিনি কোনো তথ্য দেননি। এ বিষয়ে গত বছর ২০ নভেম্বর জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) দায়ের করা হয়েছে। এরপরও পুলিশ বা গৃহকর্তা আজিজার কোনো খোঁজ দেয়নি।