• শনিবার , ৪ জানুয়ারী ২০২৫

গুলশান হামলার মূল হোতা ভারতে!


প্রকাশিত: ৬:২২ পিএম, ১৫ জুলাই ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৯ বার

1ডেস্ক রিপোর্টার   :  গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলার মূল পরিকল্পনাকারী লুকিয়ে আছে ভারতে! প্রধানমন্ত্রী শেখ হাসিনার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী এ কথা বলেছেন বলে জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

পত্রিকাটি জানায়, গুলশান হামলার মূল পরিকল্পনাকারী হামলাকারীকে চিহ্নিত করতে পেরেছে বাংলাদেশের তদন্তকারীরা। হামলার বিষয়টি চূড়ান্ত করে সাত মাস আগে পশ্চিমবঙ্গে চলে যান ওই পরিকল্পনাকারী। বর্তমানে পশ্চিমবঙ্গের কোথাও আত্মগোপনে আছেন তিনি।

জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শীর্ষ নেতা মো. সুলায়মানকে খুঁজছে পশ্চিমবঙ্গের পুলিশ। আইএস-সংশ্লিষ্ট আবু আল-মুসা আল বাঙালি ওরফে মুসাকে জিজ্ঞাসাবাদে তাঁর (সুলায়মান) নাম জানা যায়। ১০ দিন আগে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা থেকে মুসাকে গ্রেপ্তার করে সিআইডি।

পত্রিকাটি আরো জানায়, দুই বছর ধরে মুসার হয়ে কাজ করেছেন সুলায়মান। পশ্চিমবঙ্গে উধাও হওয়ার আগে সীমান্তবর্তী জেলা মালদায় সাক্ষাৎ করেন সুলায়মান ও মুসা। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে দুজনের মধ্যে ছয়বার সাক্ষাৎ হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরো বলা হয়, ‘নিখোঁজ যুবকদের’ নথি তৈরি করছে বাংলাদেশ সরকার, যা ভারতকে দিতে কোনো বাধা নেই বলে জানান গওহর রিজভী। একই সঙ্গে জোটবদ্ধ হয়ে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অংশ নেওয়ায় দেশের ইচ্ছার কথা জানান তিনি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, আঞ্চলিক সহযোগিতাবিষয়ক এক সম্মেলনে বক্তৃতা করেন গওহর রিজভী। তিনি বলেন, নিখোঁজ যুবকদের নথি তৈরি করছে বাংলাদেশ সরকার। তাঁদের খুঁজে বের করায় সহায়তার জন্য ভারতকে ওই তথ্য জানানো হতে পারে।

চলতি মাসের শুরুতে গুলশানের স্প্যানিশ রেস্তোরাঁ হলি আর্টিজান হামলায় অংশ নেওয়া তিনজন ঢাকার প্রভাবশালী পরিবারের। গত চার থেকে ছয় মাস তাঁরা নিখোঁজ ছিলেন। আরো তদন্তে জানা গেছে, ঢাকার শতাধিক তরুণ নিখোঁজ আছে, যাঁদের অধিকাংশেরই বয়স ২০-এর কোঠায়।