• বুধবার , ২৭ নভেম্বর ২০২৪

গুজবে হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর


প্রকাশিত: ১২:০৭ এএম, ২১ অক্টোবর ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৪১ বার


স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজায় সাইবার জগতে গুজব ছড়ালে পাকরাও হবেন; কেউ পার পাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার (২০ অক্টোবর) সকালে পুরান ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে শারদীয় শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে এই হুঁশিয়ারি দেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখন একটি নতুন উপাদান কয়েক বছর ধরে হয়েছে। ডিজিটাল বাংলাদেশ হওয়ার সঙ্গে সঙ্গে সাইবার জগতে এসে গুজবটা ছড়িয়ে দেয়। সেখানেও আমাদের পুলিশের সাইবার ইউনিট খোলা হয়েছে। সাইবার ইউনিট সক্রিয় রয়েছে। এই ধরনের গুজব যারাই ঘটাচ্ছেন, সঙ্গে সঙ্গে না হলেও দ্রুত সময়ের মধ্যে আমরা শনাক্ত করে ফেলছি। কাজেই সেটা করেও তারা পার পাবে না। আমাদের নিরাপত্তা বাহিনী সবদিকেই খেয়াল রাখছে।’

তিনি আরও বলেন, ‘গুটিকয়েক মানুষ যারা সবসময় বাংলাদেশ সৃষ্টিতও বিরোধিতা করেছে এবং যা কিছু ভালো কাজ তার বিরুদ্ধেও তারা আছে। এরা বালো কাজ পছন্দ করে না। এদের বিরুদ্ধে সর্বদা সজাগ থাকতে হবে। যাতে এই চক্র গুজব রটিয়ে পালিয়ে যেতে না পারে।