• রোববার , ১৯ জানুয়ারী ২০২৫

গানে ‘চ্যাম্পিয়ন’ ডোয়াইন ব্রাভো


প্রকাশিত: ২:২৯ পিএম, ২ সেপ্টেম্বর ১৮ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮৮ বার

আর এইচ মানব :   ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর গানের প্রতিভা এখন জগতস্বীকৃত। ‘চ্যাম্পিয়ন’ গান দিয়ে কাঁপিয়ে দেওয়া এই ক্রিকেটার এবার নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে শাহরুখ খানের দল ত্রিনবাগো নাইট রাইডার্সের থিম সং গেয়েছেন ডিজে ব্রাভো। আর এতে মডেল হয়েছেন কিং খান!

গানটি যৌথভাবে লিখেছেন জোজো ও ব্রাভো। সুরও করেছেন ব্রাভো নিজেই। এমন গান করারই নাকি স্বপ্ন দেখতেন ব্রাভো!বলেছেন, আমার স্বপ্নের মতো একটা কাজ হয়েছে। এ গানে আমি শাহরুখের মতো লিজেন্ডের সাথে কাজ করেছি। তিনি আমাদের ত্রিনবাগো নাইট রাইডার্সের মালিকও।অবস্থা যেদিকে যাচ্ছে, তাতে ক্রিকেট শেষে ব্রাভোকে পুরোদস্তুর গায়ক হিসেবে দেখলে মোটেও অবাক হওয়ার সুযোগ নেই।