• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীরের বোন অস্টিওমা টিউমারের সফল অপারেশন


প্রকাশিত: ১০:৫১ পিএম, ১৮ মে ২৩ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৫২ বার

স্টাফ রিপোর্টার : গণস্বাস্থ্যের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর বোন টিউমার অপারেশন সফল হয়েছে। বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে ধানমন্ডি গণস্বাস্থ্য নগর হাসপাতালে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুর কপালে ফ্রন্টাল বোন অস্টিওমা টিউমার অপারেশন করা হয়। গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজ ও নগর হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ মো: আকরাম হোসেন এর নেতৃত্বে বেলা ১১.১৫ মিনিট হতে ১২ টা পর্যন্ত অস্ত্রোপচার করেন।
তাঁর সাথে ছিলেন ডাঃ শাওন পারভেজসহ গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিৎকিৎসা টিম। অস্ত্রোপচার শেষে অধ্যাপক ডা: আকরাম হোসেন বলেন, “অপারেশন সফল হয়েছে। গত ৪ বছর থেকে তার কপালের মাঝখানে ফ্রন্টাল বোন অস্টিওমা টিউমার দেখা দেওয়ার পর থেকে দিন দিন টিউমার বেড়েই চলছে।যার কারনে যথাসময়ে অপারেশন করা হয়”। চিকিৎসক এক সপ্তাহ বিশ্রামে থাকার পরমর্শ দেন। জাহাঙ্গীর আলম মিন্টু বর্তমানে বাসায় বিশ্রামে আছেন। তিনি দ্রুত সুস্থতার জন্য সকলের দোয়া কামনা করেন।