• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

গঙ্গাচড়ায় ৩জনের রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ৮:২৩ পিএম, ১৬ মে ২০ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার


রংপুর প্রতিনিধি : রংপুরের গঙ্গাচড়ায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ মে) সকালে উপজেলার বড়বিল ইউনিয়নের বালাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন- হাফিজুল ইসলাম (৩০), তার স্ত্রী ফাতেমা বেগম (২৫) এবং তাদের দেড় বছরের মেয়ে হুমায়রা।পুলিশ ঘটনাটি রহস্যজনক বললেও স্ত্রী সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে সন্দেহ করছেন তারা।

বড়বিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক রাজু জাতিরকন্ঠ কে জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ফাতেমা ও তার মেয়ের গলাকাটা অবস্থায় বিছানায় মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশেই হাফিজুলের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিল। তার মরদেহ মাটিতে নামিয়ে রাখা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। শুক্রবার (১৫ মে) রাতের কোনো এক সময় পারিবারিক বিরোধের জেরে স্বামী তার স্ত্রী ও শিশু সন্তানকে ধারালো কিছু একটা দিয়ে গলাকেটে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার জাতিরকন্ঠ কে জানান, মরদেহগুলো সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।