• মঙ্গলবার , ১৪ মে ২০২৪

খেল খতম হচ্ছে নিজামীর- রিভিউ শুনানি রোববার


প্রকাশিত: ৬:৫৫ পিএম, ৭ এপ্রিল ১৬ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ৩৯ বার

[highlight][/highlight]

বিশেষ প্রতিবেদক   :   মৃত্যু পরোয়ানা পাওয়া জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান 1নিজামীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেছেন স্ত্রী, ছেলে ও পুত্রবধূরা ।বৃহস্পতিবার দুপুরে তারা কারাগারের একটি কক্ষে প্রায় আধঘণ্টা ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছেন।

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডের পরোয়ানা পাওয়ার পর এ নিয়ে চারবার পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করলেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, দুপুর পৌনে ১টার দিকে নিজামীর স্ত্রী বেগম সামসুন্নাহার নিজামী, ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন, মেয়ে খাদিজা তাহেরা, পুত্রবধূ সালেহা ও রাইয়ান দেখা করেছেন।

পারিবারিক বিষয়ে এবং মৃত্যুদণ্ডের রায়ের রিভিউর ব্যাপারে তারা কথাবার্তা বলেছেন। সাক্ষাৎ শেষে দুপুর দেড়টার দিকে তারা কারাচত্বর ত্যাগ করেন বলে জানা গেছে। গত ১৫ মার্চ কাশিমপুর কারাগারে মৃত্যু পরোয়ানা পৌঁছে। এরপর ১৬ মার্চ, ২৪ মার্চ ও ৩১ মার্চ মতিউর রহমান নিজামীর সঙ্গে পরিবারের সদস্যরা ও তার দুই আইনজীবী দেখা করেন।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে গত ২৯ মার্চ আবেদন করেন মাওলানা মতিউর রহমান নিজামী।

নিজামীর রিভিউ শুনানি রোববার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর রিভিউ  (রায় পুনর্বিবেচনা) আবেদন শুনানির জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কার্যতালিকায় এসেছে। আগামী রোববারের (১০ এপ্রিল) কার্যতালিকায় রিভিউ আবেদনটি ১৯ নম্বরে রয়েছে।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ শুনানি গ্রহণ করবেন। অন্য তিন বিচারপতি হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গত রোববার ০৩ এপ্রিল শুনানির জন্য এক সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত। নিজামীর করা সময়ের আবেদনের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ এক সপ্তাহ সময়ের আবেদন মঞ্জুর করেন।

আদালতের নিজামীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট এসএম শাহজাহান। তিনি শুনানি পেছাতে ছয় সপ্তাহের সময়ের আবেদন জানিয়ে বলেন, নিজামীর প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেনের ব্যক্তিগত অসুবিধার কারণে এ সময়ের প্রয়োজন।

গত ২৯ মার্চ সকালে ৭০ পৃষ্ঠার রিভিউ আবেদনটি করেন নিজামীর আইনজীবীরা। এতে মোট ৪৬টি কারণ দেখিয়ে আপিল বিভাগের ফাঁসির রায় বাতিল করে খালাস ও অভিযোগ থেকে অব্যাহতির আরজি জানানো হয়েছে।

পরদিন (৩০ মার্চ) রিভিউ আবেদনটির  দ্রুত শুনানির জন্য আবেদন জানান রাষ্ট্রপক্ষ। ওইদিনই এ আবেদনের শুনানি নিয়ে রিভিউ শুনানির দিন ধার্য করতে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন মির্জা হোসেইন হায়দারের আদালত।