খালেদা জিয়া যতটা না রাজনীতি করেন তার চেয়ে নাটক করেন বেশি-ড. শাহেদা
ডেস্ক রিপোর্টার.ঢাকা: শিক্ষাবিদ ও রাজনীতি বিশ্লেষক অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ বলেছেন, দেশের জনগণ গণতন্ত্র বোঝে না। বিশেষ করে বর্তমান প্রজন্ম নিয়ে তিনি হতাশ। কোন আদর্শের জায়গা থেকে তরুণ-তরুণীরা রাজনীতি করে তার জবাব তারা দিতে পারবে না। শিক্ষিত হওয়ার পরেও এসব তরুণ-তরুণী কেন রাজনীতি করছে তা বলতে পারবে না। গণতন্ত্রের যেসব বিষয় জেনে-বুঝে কাজ করতে হবে তা করা হয় না। সুতরাং এদের কাছে গণতন্ত্রের কোনো অর্থ নেই। এরা হুজুকেই রাজনীতি করে।
মঙ্গলবার রাতে একাত্তর টেলিভিশনে ‘একাত্তর সংযোগ’ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে আলোচনার বিষয় ছিল ‘রাজনীতি ও আইনের শাসন’।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার সময় এলেই তার পক্ষের আইনজীবীরা তার নিরাপত্তার ইস্যুটি সামনে নিয়ে আসেন কেন? উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. শাহেদা বলেন, খালেদা জিয়ার মামলা প্রায় ৩-৪ বছর ধরে চলছে। আদালতে হাজিরা দেয়ার প্রশ্ন উঠলেই তিনি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আদালতে যান না। এছাড়া তার অন্য সব কাজ চলে। জাতীয় নির্বাচনে তিনি দোকানে দোকানে গিয়ে লিফলেট বিলি করেন না। অথচ ডিসিসি নির্বাচনে দোকানে দোকানে গিয়ে লিফলেট বিলি করেছেন। তখন তার নিরাপত্তার প্রশ্ন ওঠেনি। কিন্তু আদালতে হাজিরা দিতে গেলেই নিরাপত্তার প্রশ্ন। তার (খালেদা জিয়া) এই ধরনের নাটক নতুন নয়, এর আগেও তিনি নাটক করেছেন।
তিনি বলেন, সাংগঠনিকভাবে বিএনপি আর বড় দল নেই। এই দলের অবস্থা দুর্বল। তারা আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও করতে পারে কিন্তু ভাল কিছু করতে পারে না। এখন বিএনপির অস্তিত্ব শুধুমাত্র মিডিয়াতে।
বিএনপির সমালোচনা করে ড. শাহেদা ওবায়েদ বলেন, ২০১৪ সালে ৫ জানুয়ারির নির্বাচনের পর বিএনপি রাজনীতির নামে জ্বালাও-পোড়াও করেছে। এর পরেও জনগণ বিএনপিকে ভোট দিয়েছে। সুতরাং এরা যদি গণতন্ত্র বুঝত তাহলে বিএনপিকে ভোট দিত না।
তিনি বলেন, জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহাম্মদ এরশাদ রাষ্ট্রীয় ক্ষমতায় থাকাবস্থায় খালেদা জিয়া কালিয়াকৈর মিটিং শেষে হঠাৎ ৪ দিন গায়েব। ওই সময় জনপ্রিয়তার কারণে তাকে বলা হয়েছিল- আপনি কিছু দিনের জন্য গায়েব হয়ে থাকেন তাহলে দেশের ভেতর বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এই কথার সঙ্গে সঙ্গে ৪ দিনের জন্য তিনি গায়েব হন। আজকে তার নাটক নতুন কোনো বিষয় নয়। তিনি যতটা না রাজনীতি করেন তার চেয়ে নাটক বেশি করেন।
২০১৩ সালে ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশের কথা উল্লেখ করে অধ্যাপক ড. শাহেদা ওবায়েদ আরো বলেন, খালেদা জিয়া অলৌকিক ঘটনার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে চান।