• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

খালেদা জিয়ার অফিসে তল্লাশি-কাল দেশব্যাপী যুবদলের বিক্ষোভ


প্রকাশিত: ৪:২৭ পিএম, ২০ মে ১৭ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬৩ বার

স্টাফ রিপোর্টার :  বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশি তল্লাশির jubodal-www.jatirkhantha.com.bdপ্রতিবাদে আগামীকাল রবিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। শনিবার সকালে যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু একথা জানান। সকালে তল্লাশি অভিযানের সময় যুবদলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। তখন যুবদলের পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়।

আজ সকালে গুলশান কার্যালয়ে হঠাৎ তল্লাশি চালায় পুলিশ। তল্লাশি অভিযান শেষের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তার কার্যালয়ে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে পারে এটা মানুষ বিশ্বাস করে না। এ তল্লাশি সরকারের পাতানো ষড়যন্ত্র। সরকার খালেদা জিয়াকে অসম্মান আর বিপর্যস্ত করতেই পুলিশ দিয়ে এ তল্লাশি চালিয়েছে। এটা গণতান্ত্রিক সভ্যতার চরম পরিপন্থী।