• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

খালেদার অসুস্থতা-ফের রাজনীতি


প্রকাশিত: ৫:০৮ পিএম, ২ আগস্ট ২০ , রোববার

নিউজটি পড়া হয়েছে ২৩৩ বার

বিশেষ প্রতিনিধি : সাজার স্থগিতের মেয়াদ শেষ হওয়ার আগেই বেগম জিয়ার অসুস্থতা নিয়ে ফের রাজনীতি শুরু হয়েছে।সরকার দলীয় নেতারা এবং বিএনপি উভয়েই কৌশলে কথা বলছেন। বিএনপি চাইছে খালেদা কে বিদেশে নিয়ে চিকিৎসা দেয়ার।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হওয়ার যখন প্রায় দুই মাস বাকি তখন আবারো আলোচনায় তার শারীরিক অসুস্থতার বিষয়টি।
ওদিকে বেগম খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মনে করে ক্ষমতাসীন দল। আর দুদক আইনজীবী বলছেন, সাজা স্থগিতের মেয়াদ বাড়াতেই বেগম জিয়ার অসুস্থতার কৌশল নিয়েছে দলটি। বেগম জিয়া মারাত্মক অসুস্থ, তার কোন চিকিৎসা হচ্ছে না বলে শনিবার গণমাধ্যমকে জানায় বিএনপির মহাসচিব।

মুক্তির আগেও অসুস্থতার কথা বলে চার বার উচ্চ আদালতে জামিন আবেদন করেছিলেন বেগম জিয়া। লন্ডনে নিয়ে চিকিৎসার আবেদন করা হলে আদালতে খারিজ হয়ে যায় তার আবেদন। আইনিভাবে মুক্ত করতে ব্যর্থ হয়ে পরিবারের আবেদনে ২৫ মার্চ ৬ মাসের জন্য মুক্তি পান বিএনপি নেত্রী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির মেয়াদ শেষ হওয়ার যখন প্রায় দুই মাস বাকি তখন আবারো আলোচনায় তার শারীরিক অসুস্থতার বিষয়টি। মুক্তির পর দল ও আইনজীবীরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন। শনিবার নেত্রীর সঙ্গে দেখা করেন সিনিয়র নেতারা। পরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, মারাত্নক অসুস্থ খালেদা জিয়া।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ম্যাডাম এতই অসুস্থ যে হাঁটতেও পারেন না।’

ওদিকে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, বেগম জিয়ার অসুস্থতা নিয়ে আবারো রাজনীতি করছে বিএনপি। দুদক আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খান বলছে, মুক্তির মেয়াদ বাড়াতেই নতুন কৌশল দলটির।যদিও বেগম জিয়ার মুক্তির মেয়াদ বৃদ্ধি ও শর্ত শিথিলে সরকারের কাছে আবেদন করার বিষয়ে এখনো বিস্তারিত আলোচনা হয়নি বলে জানিয়েছে দলটির নেতারা।