• মঙ্গলবার , ৭ জানুয়ারী ২০২৫

কয়লাবাহী জাহাজ ডুবেছে বঙ্গোপসাগরে


প্রকাশিত: ২:৫৩ পিএম, ১২ সেপ্টেম্বর ১৯ , বৃহস্পতিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৪ বার

চট্টগ্রাম প্রতিনিধি : দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বঙ্গোপসাগরে কয়লাবাহী একটি লাইটার জাহাজ ডুবে গেছে। বৃহস্পতিবার ভোরে সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করার সময় ঝড়ের কবলে পড়ে ডুবে যায় হিরা পার্বত-৮ নামের জাহাজটি। জানা গেছে, ১১শ’ টন কয়লা বহন করে জাহাজটি চট্টগ্রাম বহিঃনোঙ্গর থেকে ঢাকার মিরপুরে যাচ্ছিল। খবর পেয়ে কোস্টগার্ডের পাঁচটি জাহাজ সকাল ১০টার দিকে উদ্ধারে গেছে। জাহাজটিতে ১২ জন নাবিক ছিলেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহাবুব রশিদ। তবে কতজন নাবিক নিখোঁজ আছেন এ ব্যাপারে নিশ্চিত তথ্য দিতে পারেননি তিনি। হিরা পার্বত-৮ জাহাজটির মালিক শামসুল হক। আর কয়লার মালিক জেএইচএম ইন্টারন্যাশনাল। জাহাজটির পণ্য পরিবহনের দায়িত্বে ছিল সমতা শিপিং।