• রোববার , ২৪ নভেম্বর ২০২৪

‘ক্ষমতায় শান্তি আনতে মন্ত্রীদের ভিডিওবার্তা-‘


প্রকাশিত: ৫:২৩ পিএম, ২১ জানুয়ারী ১৯ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১১১ বার

ডেস্ক রিপোর্টার : ক্ষমতায় কল্যাণ ও শান্তি আনতে “গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার” এর প্রধান মন্ত্রী ও অন্য সকল মন্ত্রী মহোদয়গণকে “ইসলামী সমাজ” এর আমীর হজরত সৈয়দ হুমায়ূন কবীর এবার ভিডিও বার্তা পাঠিয়েছেন। গতকাল সচিবালয়ে পাঠানো ভিডিও বার্তা ও চিঠিতে ইসলামী সমাজ এর আমীর মন্ত্রী মহোদয়গণের দৃষ্টি আকর্ষন করে বলেছেন, যে যেভাবেই ক্ষমতায় আসুক না কেন, ক্ষমতা মূলতঃ সৃষ্টিকর্তা আল্লাহরই পরীক্ষামূলক দান।

সৃষ্টিকর্তা আল্লাহ্ই পরীক্ষা করার জন্য আপনাদেরকে রাষ্ট্রীয় শাসন ক্ষমতা প্রদান করেছেন। এ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লক্ষ্যে সম্মানিত মন্ত্রী মহোদয়গণকে তিনি আল্লাহকে মেনে সর্বশেষ নাবী ও রাসূল হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শর্তহীন অনুসরণ ও অনুকরণে জীবন গঠনের আহবান জানিয়েছেন। তিনি বলেন, আল্লাহর আনুগত্যের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে কল্যাণ, শান্তি এবং আখিরাতের জীবনে জাহান্নাম থেকে রক্ষা পেয়ে চির সূখের স্থান জান্নাত লাভ হবে। এটাই কল্যাণ ও মুক্তির একমাত্র পথ।

আমীরের পক্ষে সচিবালয়ে ইসলামী সমাজের ভিডিওবার্তা পৌছান আবু জাফর মুহাম্মাদ ইকবাল, সোলায়মান কবীর, মুহাম্মাদ ইউসুফ আলী, মুহাম্মাদ ইয়াছিন, মুহাম্মাদ আমীর হোসাইন, মোঃ আবু রাশেদ সিদ্দিক, মোঃ আজমুল হক, প্রপেসর ডাঃ মোঃ গুলজার আহম্মেদ, সাইদুজ্জামান খান ও ইসমাইল দাড়ীয়া।