• সোমবার , ২৫ নভেম্বর ২০২৪

ক্যাচ মিসের বদলা নিল নাসির-জোড়া উইকেটে


প্রকাশিত: ৬:৪২ পিএম, ২৪ মে ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ১৪৯ বার

স্পোর্টস রিপোর্টার :  নাসিরের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান নিল ব্রুম। আর Nasir-www.jatirkhantha.com.bdএর মধ্য দিয়ে ১২৩ রানের জুটি ভাংতে সক্ষম হল টাইগার বোলাররা। খানিক পরেই নাসিরের আরেক ওভারে আউট হয়ে বিদায় নেন শতকের দিকে ছুটতে থাকা নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। নাসিরের জোরা আঘাতে ম্যাচে ফিরল বাংলাদেশ।

আউট হওয়ার আগে ব্রুম ৭৬ বলে সংগ্রহ করেন ৬৩ রান যার মধ্যে ৫ টি বাউন্ডারি ছিল। টম ল্যাথাম করেন ৮৪ রান, যার মধ্যে ছিল ১১ টি বাউন্ডারি। এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ৩০.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান। ক্রিজে অপরাজিত আছেনও রস টেইলর (৮) ও কোরি এন্ডারসন (০) ।

Nasir-Hossain.www.jatirkhantha.com.bdএর আগে টসে হেরে ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই নিউজিল্যান্ড ওপেনার লুক রঞ্চিকে তুলে নিয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। রঞ্চি আউট হওয়ার আগে ২ রান সংগ্রহ করেন। তখন নিউজিল্যান্ডের সংগ্রহ ছিল ৪ ওভারে ১ উইকেটে ২৩ রান। এরপরই কাউন্টার অ্যাটাক শুরু করেন ল্যাথাম ও ব্রুম। শুরুর আঘাত সামলে নিয়ে দারুণ ব্যাট করতে থাকেন তারা। বাংলাদেশ বোলারদের হতাশ করে ১৯ ওভারেই তুলে নেন ১০৪ রান।

সিরিজে টানা তিন ম্যাচ জয় লাভ করায় ইতোমধ্যেই সিরিজ চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করেছে টম ল্যাথামের দল। তবে এই ম্যাচ অনেকটা নিয়ম রক্ষার ম্যাচ হলেও বাংলাদেশের জন্য র‌্যাংকিং পয়েন্ট বাড়িয়ে নেয়ার সুযোগ রয়েছে।
Nasir-Hossain.www.jatirkhantha.com.bd.1
শেষ ম্যাচে বাংলাদেশ দলে একটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচের অভিষিক্ত সানজামুল ইসলামের জায়গায় ফিরেছেন অলরাউন্ডার নাসির হোসেন। দীর্ঘদিন পর আবারো বাংলাদেশ দলে সুযোগ পেলেন তিনি।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, রুবেল হোসেন, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হেসেন ও নাসির হোসেন।

নিউজিল্যান্ড দল: লুক রঞ্চি (উইকেট কিপার), টম ল্যাথাম (অধিনায়ক), নিল ব্রুম, রস টেইলর, কোরি এন্ডারসন, কলিন মুনরো, জিমি নিশাম, ম্যাট হেনরি, মিচেল স্যান্টনার, হামিশ বেনেট, জিতান প্যাটেল।