• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কোহলি-রাসেলদের টপকে সেরার শীর্ষে টাইগার ফিজ!


প্রকাশিত: ১:৫৮ পিএম, ১১ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

আসমা খন্দকার  :   সম্প্রতি কলকাতার ক্যারিবীয় অলরাউন্ডার আন্দ্রে রাসেলের দুটি ম্যান অব দ্য 25ম্যাচের পুরস্কার, হায়দ্রাবাদের ওপেনার শিখর ধাওয়ানের রানে ফেরা, বেঙ্গালুরুর দলপতি বিরাট কোহলির দ্বিতীয় শতক ইত্যাদি বেশ আলোচিত ঘটনা। কিন্তু, তারপরও টাইমস অব ইন্ডিয়ার পাঠক ভোটে সপ্তাহের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

আট দল নিয়ে শুরু হওয়া আইপিএলের এবারের আসরের ৩৮ টি ম্যাচ শেষ হয়েছে। নবম আসরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। হায়দ্রাবাদের হয়ে খেলা এই পেসারকে ‘সপ্তাহ সেরা ক্রিকেটার’ হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারতের জনপ্রিয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’।

এবারের আসরের প্রথম পর্বের ম্যাচগুলোতে ডেভিড ওয়ার্নারের হায়দ্রাবাদ মোটামুটি মানের লড়াই করে। তবে, ছয়দিনের বেশ বড় বিরতি দিয়ে কলকাতা নাইট রাইডার্স, গুজরাট লায়ন্স এবং দিল্লি ডেয়ারডেভিলসের মতো শক্তিশালী দলগুলোর বিপক্ষে খেলতে নামে সানরাইজার্স। আর প্রতিটি ম্যাচেই জয় পায় তারা।  বল হাতে দলকে দারুণ সব সাফল্য এনে দেন মুস্তাফিজ। টাইম অব ইন্ডিয়ার পাঠকদের দৃষ্টি এড়ায়নি কাটার মাস্টারের এই কীর্তিগুলো। তাদের সর্বোচ্চ ভোটেই কোহলি, রাসেল, ধাওয়ানদের টপকে সপ্তাহের সেরা ক্রিকেটার নির্বাচিত হন মুস্তাফিজ।

এখন পর্যন্ত ১০ ম্যাচ খেলা কলকাতার অলরাউন্ডার রাসেল ব্যাট হাতে ১৪৯ রান করার পাশাপাশি নিয়েছেন সর্বোচ্চ ১৪টি উইকেট। উইকেট শিকারের দিক দিয়ে ১৪টি উইকেট নিয়ে দুই নম্বরে আছেন মুম্বাই ইন্ডিয়ান্সের কিউই পেসার ১০ ম্যাচ খেলা মিচেল ম্যাকক্লেনাঘেন। আর ৯ ম্যাচ খেলা মুস্তাফিজ তালিকায় তিন নম্বরে থাকতে নিয়েছেন ১৩টি উইকেট।