• বুধবার , ১৫ জানুয়ারী ২০২৫

কোনও চাপ আমাকে টলাতে পারে না-শেখ হাসিনা


প্রকাশিত: ৮:৩২ পিএম, ১৩ মার্চ ২৩ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৪৭ বার

বিশেষ প্রতিনিধি : এমন কোনও চাপ নেই যেটা আমাকে টলাতে পারে উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, আমার শক্তি জনগণ আর আল্লাহ। আমার মাথায় আছে বাবার হাত—কে কি চাপ দিলো, এতে আমাদের কিছু আসে যায় না। সোমবার (১৩ মার্চ) বিকালে গণভবনে কাতার সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে কোনও চাপ আছে কিনা—এমন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, এমন কোনও চাপ নেই যেটা শেখ হাসিনাকে টলাতে পারে—এটা মাথায় রাখতে হবে। কারণ, আমার শক্তি একমাত্র আমার জনগণ আর উপরে আল্লাহ। আমার মাথায় আছে বাবার হাত—কে কি চাপ দিলো, এতে আমাদের কিছু আসে যায় না। জনগণের স্বার্থে যেটা করার সেটাই করবো।

প্রধানমন্ত্রী বলেন, এরকম বহু চাপ ছিল, পদ্মা সেতুর আগে তো কম চাপ দেওয়া হয়নি। কোনও একটা দেশের সেই রাষ্ট্রদূত থেকে শুরু করে, তাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে টেলিফোনের পর টেলিফোন! কেন? একটা ভদ্রলোক, তাকে একটি ব্যাংকের এমডি পদে রাখতে হবে। এমডি পদে কী মধু তা তো আমি জানি না। আইন আছে, ৭০ বছর বয়স হয়ে গেছে, তারপরও এমডি পদে থাকতে হবে। একটাই সুবিধা, এমডি পদে থাকলে মানিলন্ডারিং করা যায়। পয়সা বানানো যায়, পয়সা মারা যায়, গরিবের রক্ত চুষে খাওয়া যায়। সেই চাপ কিন্তু শেখ হাসিনা সহ্য করে চলে আসছে। তারপর পদ্মা সেতু বানিয়ে দেখালাম। ওই চাপে আমাদের কিছু আসে যায় না।