কোটি কোটি ঝিঁঝি পোকার আক্রমণ যুক্তরাষ্ট্রের নেভাদায়
আন্তজার্তিক ডেস্ক : কোটি কোটি ঝিঁঝি পোকার আক্রমণে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্য। বিভিন্ন এলাকা ছেয়ে গেছে পোকায়। রাস্তাঘাট এমনকি বসতবাড়ির ভেতরেও এসব পোকা প্রবেশ করছে ঝাকে ঝাকে। এতে রীতিমতো আতঙ্গিত স্থানীয়রা। খবর ইউএসএ টুডের।
কর্তৃপক্ষ বলছে, গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে এই ঝিঁঝি পোকা। মরমন ক্রিকেট প্রজাতির এই পোকায় ভরে গেছে মাঠ-পার্ক থেকে শুরু করে সড়ক এমনকি আবাসিক-বাণিজ্যিক বিভিন্ন স্থাপনাও।
পোকার বিস্তার সবচেয়ে বেশি দেখা গেছে অ্যালকো শহরে। ২ ইঞ্চি লম্বা এবং পিচ্ছিল এসব পোকা রাস্তাঘাট ছেয়ে যাওয়ায় দেখা দিয়েছে সড়ক দুর্ঘটনার শঙ্কা। ভয়ে ও আতঙ্কে অতি প্রয়োজন ছাড়া ঘর থেকেই বের হচ্ছেন না সাধারণ মানুষ। কী কারণে হঠাৎ বেড়ে গেছে এসব ঝিঁঝি পোকার উপদ্রব, সে বিষয়ে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। ফলে রীতিমতো ঘরবন্দি হয়ে পড়েছেন এসব মানুষ।