কোটা নেত্রী হলেন শামসুন্নাহার হলের ভিপি
ঢাবি প্রতিনিধি : অবশেষে কোটা সংস্কার আন্দোলনের নেত্রী হলেন শামসুন্নাহার হলের ভিপি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলগুলোতে ছাত্রলীগের জয়জয়কারের মধ্যে ছাত্রীদের শামসুন্নাহার হলে জিতল কোটা নেত্রী।এই হল সংসদে স্বতন্ত্রদের প্যানেলের আট সদস্যের সবাই জয়ী হয়েছেন।শামসুন্নাহার হল ছাত্র সংসদে ভিপি পদে জয়ী হয়েছেন শেখ তাসনিম আফরোজ।কোটা সংস্কার আন্দোলনের নেতা ইমিকে গত বছর নিরাপদ সড়কের আন্দোলনের সময় পুলিশের হাতে আটক হয়েছিলেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।শামসুন্নাহার হল সংসদে জিএস নির্বাচিত হয়েছেন আফসানা ছপা।
এছাড়া এজিএস পদে ফাতিমা আক্তার, সাংস্কৃতিক সম্পাদক পদে সামিয়াজ জাহান প্রাপ্তি, সাহিত্য সম্পাদক পদে তাহসিন, সমাজসেবা সম্পাদক পদে শিরিন আক্তার, অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে খাদিজা বেগম ও সদস্য তামান্না তাসনিম উপমা নির্বাচিত হয়েছেন।সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।ডাকসুর ২৫টি পদের পাশাপাশি হল ছাত্র সংসদের ১৩টি পদে ভোট দেন শিক্ষার্থীরা।