• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কোকোকোলার নয়া বিজ্ঞাপনে ভাই পল্টুসহ মুস্তাফিজ


প্রকাশিত: ৩:৩২ এএম, ১৩ জুন ১৬ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১৮৮ বার

স্পোর্টস রিপোর্টার  :   আগেই মুস্তাফিজুর রহমানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করেছে poltu-Mustafij-www.jatirkhantha.com.bdকোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকোকোলা।

এবার মুস্তাফিজের সঙ্গে তার ভাই মোখলেছুর রহমান পল্টুকে নিয়ে নতুন বিজ্ঞাপন তৈরি করেছে কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান কোকাকোলা। এই বাঁ-হাতি পেসারের শৈশব থেকে শুরু করে এখন পর্যন্ত উল্লেখযোগ্য সব ঘটনাই উঠে এসেছে এ বিজ্ঞাপনচিত্রে।

বিজ্ঞাপনটি মূলত মুস্তাফিজকে অভিনন্দন জানিয়ে তৈরি করেছে কোকাকোলা। দ্য ফিজের বেড়ে উঠা, গ্রামে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা, দুরন্তপনা, ভাইয়ের সঙ্গে আড্ডা, বল হাতে গ্রামের মাঠে নিজেকে প্রস্তুত করা, কষ্ট, সাফল্য, উল্লাসসহ বেশ কিছু জিনিস ফুটে উঠেছে এ বিজ্ঞাপনচিত্রে।

প্রসঙ্গত, মুস্তাফিজের জীবনের একটি অংশজুড়ে আছেন তার ভাই মোখলেছুর রহমান পল্টু। ভাইয়ের মোটরবাইকে বসে প্রতিদিন ভোরে ৪০ কিলোমিটার পাড়ি দিয়ে অনুশীলনে যেতেন এই কাটার মাস্টার। ভাইয়ের পরিশ্রমও ফুটে উঠেছে বিজ্ঞাপনে।

এদিকে আইপিএল থেকে দেশে ফেরার পর কয়েকদিন বিশ্রামে কাটিয়েছেন তিনি। শুক্রবার থেকে তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে।