• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

কেকেআরের শেয়ার বিক্রিতে অনিয়ম-গোয়েন্দাজালে বলিউড তারকা শাহরুখ


প্রকাশিত: ২:৩০ পিএম, ২৭ অক্টোবর ১৫ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ২০৮ বার

kkr-www,jatirkhantha.com.bdটাইমস অব ইন্ডিয়া অবলম্বনে বিশেষ প্রতিবেদক:   বলিউড তারকা শাহরুখ খানের বিরুদ্ধে বৈদেশিক মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে৷ ক্যালকাটা নাইট রাইডার্সের (কেকেআর) শেয়ার বিক্রিতে মূল্য কম দেখানোর অভিযোগে বৈদেশিক মুদ্রা বিনিময় আইনে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে বিস্তারিত জানাতে বলিউড শাহেনশাহকে তৃতীয়বারের মতো তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। সংস্থাটি ভারতে অর্থনৈতিক কারসাজির অভিযোগ সম্পর্কীত বিষয়াদি তদন্ত করে।

কেকেআরের মালিক শাহরুখ ও জুহি চাওলার কোম্পানি রেড চিলিজ এন্টারটেনমেন্ট। ২০০৮ সালে কেকেআরের কিছু শেয়ার বাজারে প্রচলিত দরের চেয়ে অনেক বেশি দামে কিনেছিল জুহি চাওলার স্বামী জয় মেটার কোম্পানি সি আইল্যান্ড ইনভেমেন্ট। অভিযোগ, কাগজে-কলমে ওই শেয়ারের মূল্য কম দেখানো হয়েছিল।

২০১৪ সালে এসব শেয়ার লেনদেন অডিট করার পর কেকেআরের বিরুদ্ধে ভারতের ‘বৈদেশিক মুদ্রা বিনিময়’ আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়। সেই অভিযোগেই তৃতীয়বারের মতো শাহরুখকে তলব করলো ইডি।

এর আগে ২০১১ সালে মূল্য কমিয়ে কেকেআরের প্রায় একশ’ কোটি রূপি সমমূল্যের শেয়ার জয় মেহতার কাছে বিক্রির অভিযোগে একই আইনে ইডির জিজ্ঞাসাবদের মুখে পড়তে হয়েছিল বলিউড তারকাকে।

গত মে মাসে ইডির সদর দফতরে গিয়ে অভিযোগ বিষয়ে নিজেদের বক্তব্য দেন জুহি চাওলা ও তার স্বামী জয় মেটা। কেকেআরের ওই শেয়ার লেনদেন বিষয়ে এরইমধ্যে শাহরুখকে তলব সম্পর্কীত একটি ইমেল পাঠিয়েছে ইডি। তবে কেকেআরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো উত্তর দেওয়া হয়নি। এর আগেও ব্যস্ততার কথা বলে ইডির জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেছেন শাহরুখ।

শাহরুখকে এবার আর ছাড় দিতে রাজি নয় ইডি। আগামী নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যেই তাকে ইডি সদর দফতরে হাজির হয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে হবে বলে জানিয়েছে ইডি।  টাইমস অব ইন্ডিয়া