‘কেউ আমার ওপর সুবিচার করেনি-সবাই পায়ে দড়ি দিয়ে রাখতে চায়’
স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এ এরশাদ বলেছেন, ‘কেউ আমার ওপর সুবিচার করেনি। সবাই আমাকে পায়ে দড়ি দিয়ে রাখতে রাখতে চায়।এই দড়ি ছিড়ে ফেলতে হবে। আজ বুধবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আগামী ১ জানুয়ারি মহাসমাবেশ উপলক্ষে জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণ এ প্রতিনিধি সভার আয়োজন করেন।
তিনি বলেন, এক মাসে আগে আমার বিরুদ্ধে আবার নতুন মামলা চালু হয়েছে। প্রতিটি সময় আমার শঙ্কায় কাটে। আসলে সবাই এরশাদকে পায়ে দড়ি দিয়ে রাখতে চায়। এ দড়ি ছিড়ে ফেলতে হবে। সাবেক রাষ্ট্রপতি এরশাদ বলেন, ২৬ বছর আগে ক্ষমতা ছেড়েছি। যেদিন থেকে ক্ষমতা ছেড়েছি সেদিন থেকেই দুঃখের সাগরে ভাসছি। কোনো কুল-কিনারা পায়নি। এই দুঃখের দিনের অবসান ঘটাতে হবে।
তিনি বলেন, ‘একটি শক্তিশালী জাতীয় পার্টিই আমাকে দুঃখের সাগর থেকে মুক্তি দিতে পারে। কারণ দুর্বলের সঙ্গে কেউ হাত মেলাতে চায় না।
জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ১ জানুয়ারি মহাসমাবেশে লাখ লাখ লোকের সমাগম ঘটিয়ে প্রমাণ করতে হবে জাতীয় পার্টি ফেলনা নয়। শক্তিশালী রাজনৈতিক দল।
জাতীয় পার্টি ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু হোসেন বাবলা এমপির সভাপতিত্বে আলোচনা সভায় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ, অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম,এম ফয়সাল চিশতী প্রমুখ উপস্থিত ছিলেন।