কুড়িয়ে পাওয়া লটারির টিকিটে ভাগ্য-
ডেস্ক রিপোর্টার : কথায় বলে ভাগ্য সবার কাছে ধরা দেয় না। ফলে লটারির টিকেট কিনেও কেউ লটারি’র পুরস্কার পায় না। একেই বলে ভাগ্য! যুক্তরাষ্ট্রের লুইসিয়ানা অঙ্গরাজ্যের এক ব্যক্তি সম্প্রতি ময়লার মধ্যে একটি লটারির টিকিট দেখে কৌতূহলবশতঃ সেটি হাতে তুলে নেন।
তারিখ খেয়াল করে দেখেন তখনো সেটির ড্র হয়নি। ফলে তিনি তা কাছে রেখে দেন।
শনিবার সেই লটারির ড্র অনুষ্ঠিত হবার পর তিনি জানতে পারেন ২ লাখ ডলারের পুরস্কারটি ওই টিকিটই পেয়েছে। এ ভাগ্যবান ব্যক্তির নাম ব্রায়ান কুরেইংটন। মার্কিন গণমাধ্যমকে তিনি বলেন, যে টিকিটে তার ভাগ্য খুলে গেছে সেটি ছিল ১০ ডলারের একটি লটারি কুপন।
কেউ হয়তো কেনার পর আর আগ্রহ না থাকায় সেটি ময়লার মধ্যে ফেলে দিয়েছিল।‘দেখি কি হয়’ মনে করে তিনি টিকিটটি পকেটে ঢুকিয়ে ঘরে ফিরে যান। ব্রায়ান জানান, ট্যাক্স কেটে নেওয়ার পর তিনি ১ লাখ ৪২ হাজার ডলার হাতে পেয়েছেন। কুড়িয়ে পাওয়া টিকিটে এটাই বা কম কি!