• রোববার , ২২ ডিসেম্বর ২০২৪

‘কুখ্যাত রাজাকার সাকার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গণঅবস্থান’


প্রকাশিত: ১১:৫৩ পিএম, ২৪ জুলাই ১৫ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১২২ বার

saka-carton-www.jatirkhantha.com.bdবিশেষ প্রতিবেদক.ঢাকা: বৃষ্টি উপেক্ষা করেই মানবতাবিরোধী অপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর আপিলের চ‚ড়ান্ত রায়ে ফাঁসির সর্বোচ্চ সাজা বহাল রাখার দাবিতে শাহবাগে অবস্থান নিয়েছে গণজাগরণ মঞ্চ।শুক্রবার বিকাল ৪টায় বৃষ্টির মধ্যে মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারের নেতৃত্বে প্রায় ৬০ জনের একটি জমায়েত জাতীয় জাদুঘরের মূল ফটকের সামনে অবস্থান নিয়েছে।তারা যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগানে উচ্চকিত রেখেছেন শাহবাগ মোড়, দুই বছর আগে একই দাবিতে শুরু হওয়ার যাদের আন্দোলন বিশ্বজুড়ে সাড়া ফেলে।

saka-www.jatirkhantha.com.bdবাংলাদেশের স্বাধীনতার বিরোধিতার পাশাপাশি নিরীহ মানুষ হত্যার দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত বিএনপি নেতা সালাউদ্দিনের আপিলের রায় আগামী ২৯ জুলাই দেবে বাংলাদেশের সর্বোচ্চ আদালত।সাবেক এই মন্ত্রী এবং দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপির শীর্ষ পর্যায়ের এই নেতার মৃত্যুদণ্ডের রায় যেন কোনোভাবে ঘুরে না যায়, সেই লক্ষে্ যে কোনো পরিস্থিতে শুক্রবার থেকে ধারাবাহিক কর্মসূচি চলবে বলে জমায়েতে ঘোষণা দেন ইমরান।

‘কুখ্যাত রাজাকার সাকার সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গণঅবস্থান’ ব্যানারে এই অবস্থান চলাকালে ইমরান বলেন, ‘ঝড়-বৃষ্টি-তুফান যাই আসুক না কেন কুখ্যাত যুদ্ধাপরাধী সাকা ফাঁসির রায় নিশ্চিত না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের অবস্থান চলবে।’‘এর আগেও আমরা দেখেছি ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডে নেমে এসেছিল।’

তাই সকলকে যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহবান  জানিয়ে তিনি বলেন, ‘প্রয়োজনে আমরা রাজপথে লাগাতার অবস্থান করে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করব।’গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, ২৯ জুলাই আপিলের চ‚ড়ান্ত রায় ঘোষণা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন।

চট্টগ্রামের সাবেক এই সংসদ সদস্যকে যুদ্ধাপরাধে দোষী সাব্যস্ত করে ২০১৩ সালের ১ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ডাদেশ দেয়।এর আগে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ আপিলের রায়ে আমৃত্যু কারাদণ্ডে নেমে এসেছিল জামায়াতে ইসলামীর নায়েব আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর ক্ষেত্রে , যিনিও সংসদ সদস্য ছিলেন।