কাল থেকে চার ছক্কার বিপিএল লড়াই
স্পোর্টস রিপোর্টার : ঢাকা ডায়নামাইটস ও সিলেট সিক্সার্স ম্যাচ দিয়ে বিপিএল সিজন- ফাইভের পর্দা উঠছে আগামীকাল শনিবার। বিপিএলের ইতিহাসে এই প্রথম ঢাকার বাইরের কোন ভেন্যুতে মাঠে গড়াচ্ছে এবারের বিপিএলের প্রথম পর্ব। ফ্র্যাঞ্জাইজিভিত্তিক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশ সময় দুপুর ২টায় সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বিপিএল সিজন- ফাইভের উদ্বোধনী ম্যাচে আগামীকাল (শনিবার) বিপিএলের বর্তমান (চতুর্থ) আসরের চ্যাম্পিয়ন দল ঢাকা ডায়নাইটস ও বিপিএলে প্রথমবারের মত অংশ নেয়া দল সিলেট সিক্সার্স মুখোমুখি হবে।
টুর্নামেন্টের একইদিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় মুখোমুখী হবে শক্তি-সামর্থে সবার থেকে অনেকটাই এগিয়ে থাকা দল রংপুর রাইডার্স ও বিপিএলের বর্তমান রানার্স-আপ রাজশাহী কিংস।
এবারের টুর্নামেন্টে মোট ৭টি দল অংশ নিচ্ছে। যেখানে প্রথমবারের মত সিলেট সিক্সার্স অংশ নিচ্ছে। অন্যদিকে এবার বিপিএল সিজন-ফাইভ থেকেই বাদ পড়েছে বরিশাল বুলস। মারমার কাটা কাট ও চার ছয়ের উত্তেজনার এ জমজমাট টুর্নামেন্টটির খেলাগুলো শুধু শুক্রবার শুরু হবে দুপুর ২.৩০টায় ও সন্ধ্যা ৭.১৫টায়।
এছাড়া বাকী দিনগুলোতে ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায় ও সন্ধ্যা ৭টায়।এদিকে এবারের বিপিএলে সিলেট পর্বেও সময়সীমা থাকবে মোট পাঁচ দিন। তবে খেলা হবে ৪ দিন। ৪ ও ৫ নভেম্বর দু’দিন টানা খেলার পর ৬ নভেম্বর বিশ্রাম। ৮ নভেম্বর রাতেই ইতি ঘটবে এ পর্বের। এরপর আবার দু’দিন বিরতি দিয়ে ১১ নভেম্বর শুরু হবে ঢাকা পর্ব। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। এরপর বিপিএল চলে যাবে চট্টগ্রামে। বন্দর নগরী চট্টগ্রামে খেলা শুরু হবে ২৪ নভেম্বর। ২৯ নভেম্বর ওই পর্ব শেষে শেষ রাউন্ড আবার শুরু হবে শেরে বাংলায়। বিজয়ের মাস ডিসেম্বরের ১২ তারিখে পর্দা নামবে এবারের বিপিএল সিজন-ফাইভের।