কার কথা রাখবেন মাশরাফি- প্রধানমন্ত্রীর না বিসিবি সভাপতির
স্পোর্টস রিপোর্টার : ‘মাশরাফি চাইলে টি-টোয়েন্টি খেলতে পারে। দলের প্রয়োজনে তাকে টি-টোয়েন্টি দলে ফেরানো হতে পারে।’- শুক্রবার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কথাগুলো বলছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। তবে মাশরাফিকে আর ক্যাপ্টেন রাখার সম্ভাবনা তিনি জানাননি।
ওদিকে অন্য সবার মতো টি-টোয়েন্টি থেকে মাশরাফি বিন মর্তুজার বিদায় মেনে নিতে পারেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ম্যাচ শেষ হওয়ার পরপরই মাশরাফিকে ফোন দিয়ে অবসরের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানান বঙ্গবন্ধুকন্যা। এখন দেখার বিষয়, প্রধানমন্ত্রীর কথা রাখবেন কি-না ম্যাশ।
ক্রীড়াজগতে অবসর ভাঙার চিত্র নতুন কিছু নয়। কেউ কেউ একাধিকবার অবসর নিয়েও সেটা বরখেলাপ করেছেন। ফুটবলে অবসর ভাঙার ঘটনা তো হরহামেশাই দেখা যাচ্ছে। ইংলিশ ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফ, পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি থেকে শুরু করে কিংবদন্তী মাইকেল ফেলপস, টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস সবশেষ অবসর ভেঙে মাঠে ফেরায় ব্যাপক আলোচিত হয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।
এদের বেশিরভাগ খেলোয়াড়কে ফেরাতে সেদেশের রাষ্ট্রপ্রধানদের অনুরোধ ছিল। মেসির অবসর ভাঙাতে আর্জেন্টিনার প্রেসিডেন্ট একপ্রকার উঠেপড়ে লেগেছিলেন। মেসিকে ফিরে আসতে দেশটির প্রেসিডেন্ট মাউরিসিও মাসরি ব্যক্তিগতভাবে তাঁর সঙ্গে ফোনে আলাপ করেন। প্রেসিডেন্টের সঙ্গে কথা বলার দুই সপ্তাহের মাথায় অবসর ভেঙে ফুটবলে ফিরেন মেসি। যদিও মেসির অবসর ভাঙে আর্জেন্টিনার নয়া কোচ বাউজার সঙ্গে সাক্ষাতের পরই।
সরেজমিনে জানা গেছে, শুক্রবার দলের সঙ্গে বিসিবি সভাপতিও শ্রীলঙ্কা থেকে দেশে ফিরেন। বিসিবির পক্ষ থেকে টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ককে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বিসিবির সহ-সভাপতি মাহবুব আনাম, বিসিবির পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস, বিসিবির পরিচালক ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান এবং বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন উপস্থিত ছিলেন।
মাশরাফিকে দলের প্রয়োজনে টি-টোয়েন্টিতে ফেরানোর কথা জানালেও অধিনায়ক হিসেবে থাকছেন না, নিশ্চিত করেছেন নাজমুল। তাঁর ভাষ্য,‘মাশরাফি অধিনায়কত্ব ছেড়েছে! তবে তাকে টি-টোয়েন্টি দলে রাখা হবে।’
বোর্ড সভাপতি মাশরাফির অধিনায়কত্ব ছাড়ার কথা জানলেও প্রথম টি-টোয়েন্টিতে মাশরাফি ঘোষণা দিয়েছিলেন,‘এটা আমার শেষ টি-টোয়েন্টি সিরিজ।’ বোর্ড সভাপতি টি-টোয়েন্টিতে মাশরাফির থাকার কথা জানালেও মাশরাফি কি ভাবছেন? বিমানবন্দর ছাড়ার আগে জানিয়ে গেলেন,‘কোনো সম্ভাবনা নেই।’ মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ ১০ টি-টোয়েন্টি জিতেছে। বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয়ের নায়ক ৫৪ টি-টোয়েন্টিতে রান করেছেন ৩৭৭। বল হাতে উইকেট নিয়েছেন ৪২টি।