• শুক্রবার , ১৭ জানুয়ারী ২০২৫

কার্পাসডাঙ্গা সেক্রেট হার্ট ক্যাথলিক গীর্জায় দুঃসাহসিক ডাকাতি


প্রকাশিত: ৭:৪৮ পিএম, ৭ ফেব্রুয়ারি ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৮১ বার

girga-2-www.jatirkhantha.com.bdআব্দুর রহমান জসিম .চুয়াডাঙ্গা প্রতিনিধি : গতকাল রবিবার দিবাগত রাত আনুমানিক girga-1-www.jatirkhantha.com.bd২টার দিকে কার্পাসডাঙ্গা সেক্রেট হার্ট ক্যাথলিক গীর্জায় ডাকাতির ঘটনা ঘটে । জানাগেছে চুয়াডাঙ্গার দামুড়হুদার কার্পাসডাঙ্গা রোমান ক্যাথলিক গির্জায় দুঃসাহসিক ডাকাতি সংঘটিত হয়েছে।

গত শনিবার দিবাগত রাত ২টার দিকে সশস্ত্র ডাকাতরা গির্জায় ঢুকে প্রহরী ও সিষ্টারদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় আড়াই লাখ টাকা, সোনার গহনা ,দুটি মোবাইল ফোন ও পরিধানের পোশাক লুট করে নিয়ে যায়। ডাকাতদলের সদস্যরা এসময় গির্জার ফাদার ও সিস্টারদের তিনটি কক্ষ ও ভাঙচুর চালায়।

সিস্টার জয়া জানান, রাত দুইটার দিকে ১০-১২জন দুর্বৃত্ত ধারালো অস্ত্রের মুখে তাঁর কাছ থেকে দুই লাখ টাকা, মোবাইল ফোন ,ঘড়ি ,টর্চলাইট নিয়ে যায়। তিনি বিষয়টি মোবাইল ফোনে বাইরের লোকজনকে জানানোর চেষ্টা করলে ডাকাত দল মোবাইল কেড়ে নেয় । গীর্জার ফাদার অরুণ অ্যান্থনী হালসানা বর্তমানে বাইরে অবস্থান করছে বলে জানা গেছে। তাঁর অনুপস্থিতিতেই ডাকাতি হয়।

তবে গতকাল রোববার তার ফেরার কথা ছিল বলে জানা গেছে।ডাকাতির ঘটনা জানতে পেরে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির এএসআই জিয়াউল হক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটানাস্থলে ছুটে যান। তার আগেই ডাকাত দল পালিয়ে যায়।এলাকায় বেশ কয়েকদিন যাবত চুরি ও ডাকাতির ঘটনায় এলাকায় ডাকাত আতঙ্ক বিরাজ করছে।

এলাকাবাসী সহ সচেতন মহল পুলিশি টহল আরো জোরদারের আহবান জানিয়েছে। এ দিকে কানাইডাঙ্গা মাঠ থেকে ২টি মোবাইল উদ্ধার করেছে কার্পাসডাঙ্গা পুলিশ ফাড়ির আইসি জিয়াউল হক।তিনি বলেন মোবাইল ২টি গীর্জার কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল পরিদর্শনে আসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান, সহকারি পুলিশ সুপার ছুফি উললাহ ও দামুড়হুদা থানার অফিসার ইনচার্জ (ওসি) লিয়াকত হোসেনসহ পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা। পুলিশ সুপার রশীদুল হাসান জানান, ডাকাতির সঙ্গে জড়িতদের ধরতে বিশেষ অভিযান শুরু করা হয়েছে।