• রোববার , ২০ এপ্রিল ২০২৫

‘কারও সঙ্গে শুতে বললে আপনার অসুবিধে নেই তো?’


প্রকাশিত: ১:১৪ পিএম, ২১ সেপ্টেম্বর ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৭০৪ বার

বিনোদন রিপোর্টার : বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করতে নানা কাস্টিং কাউচ-এর শিকার হওয়ার অভিজ্ঞতা জানিয়েছেন বহু qqqঅভিনেতা-অভিনেত্রী। এবার নিজের তিক্ত অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। একটি বড় ব্যানারের ছবিতে কাজ পাইয়ে দেওয়ার জন্য এক ব্যক্তির শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল বলে সম্প্রতি জানান তিনি।

তিনি বলেন, ‘আপনিও জানেন, আমিও জানি বলিউডে নানা রকম কাস্টিং কাউচের শিকার হন অনেকে। বহু মানুষকে এই অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। আমারও এqqqরকম অভিজ্ঞতা রয়েছে।

আমি ভাগ্যবান যে, যে লোকগুলো আমায় কুপ্রস্তাব দিয়েছে, তাদের সঙ্গে দেখা করিনি।’qqqq

এরপরই নিজের অভিজ্ঞতার কথা জানান রাধিকা।

বলেন, ‘একবার দক্ষিণ ভারতে এক নামজাদা অভিনেতা আমাকে একদিন ফোন করে ফ্লার্ট করার চেষ্টা করছিল।

আমি তাকে অপমান করে ফোন রেখে দিই।

তারপর সে আর আমাকে বিরক্ত করেনি। আরেক বার মনে আছে, আমাকে শয্যাসঙ্গী হতে বলা হয়েছিল।

একদিন একটি ফোন পাই।

ওপারের লোকটি বলে, তারা বলিউডে একটি ছবি করছে। আমাকে দেখা করতে হবে।

পরের প্রশ্নটাই ছিল, কারও সঙ্গে শুতে বললে, আপনার অসুবিধে নেই তো?

আমি বলেছিলাম, আপনি খুব মজা করতে পারেন। না,

ওরকম নই।

জাহান্নমে যান।’