কাঁচা আমের লোভে জিয়াকে শ্রদ্ধা জানানো ভুলে গেল নেতাকর্মীরা!
স্টাফ রিপোর্টার : কাঁচা আমের লোভে জিয়াকে শ্রদ্ধা জানানো ভুলে গিয়েছিল নেতাকর্মীরা। এনিয়ে অনেক সিনিয়র নেতারা ক্ষোভ প্রকাশ করলেও আম পাড়া থেকে কাউকে নিবৃত করতে পারেনি কেউ। প্রত্যক্ষদর্শীরা জাতিরকন্ঠকে জানান, বিএনপির অনেক নেতাকর্মী উদ্যানের আম গাছগুলোতে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করেন। অনেকে গাছেও উঠে আম পাড়া শুরু করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণে হতবাক উদ্যানে বেড়াতে আসা লোকজন।
জানা গেছে, শুক্রবার সংসদ ভবনের পাশে চন্দ্রিমা উদ্যানে সদ্য ঘোষিত ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণের নতুন কমিটির নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি মহাসচিব। সেসময়ই এ ঘটনা ঘটে।
সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা চন্দ্রিমা উদ্যানে হাজির হন। বিএনপির অনেক নেতাকর্মী উদ্যানের আম গাছগুলোতে এলোপাথাড়ি ঢিল ছুড়তে শুরু করেন। অনেকে গাছেও উঠে আম পাড়া শুরু করেন। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে এসে বিএনপি নেতাকর্মীদের এমন আচরণে হতবাক উদ্যানে বেড়াতে আসা লোকজন।
শুক্রবার সকালে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, খায়রুল কবির খোকন, অ্যাডভোকেট আবদুস সালাম আজাদসহ ঢাকা মহানগর বিএনপি ও বিভিন্ন অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
চন্দ্রিমা উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্য আব্দুর রহিম বলেন, কয়েক হাজার লোকজন এসে যদি বেপরোয়া ভাবে গাছে উঠে, গাছ নষ্ট করে আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। বারবার অনুরোধ করেও কাউকে থামানো যায়নি।
মিরপুর থেকে আসা বিএনপির কর্মী জোবায়ের আহমেদ বলেন, সরকারি উদ্যান এখানে শতশত মানুষ আসে, সবাই তো বিএনপির কর্মী নয়। হয়তো অল্পবয়সী কেউ গাছে উঠতে পারে। তবে শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের এমন করলে তা ঠিক হয়নি। তাদের আরও বিনম্র হওয়া উচিত।
চন্দ্রিমা উদ্যানে প্রতিদিন সকালে হাঁটতে আসেন রবিউল ইসলাম। তিনি বলেন, যেভাবে এলোমেলো ঢিল ছুঁড়েছে তাতে যে কেউ আহত হতে পারতো। উদ্যানের ভেতরে এমন আচরণ শোভনীয় নয়। উদ্যানের এমন অনুষ্ঠান হলেও নিরাপত্তা আর বেশি জোরদার করা উচিত।