• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কলাবাগানে মাশরাফি, আবাহনীতে সাকিব-তামিম


প্রকাশিত: ১০:১৭ পিএম, ১০ এপ্রিল ১৬ , রোববার

নিউজটি পড়া হয়েছে ৪০ বার

স্পোর্টস রিপোর্টার  :  ২২ এপ্রিল মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল)। 1বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মতো ডিপিএলের দলবদলও হচ্ছে প্লেয়ার্স বাই চয়েজ পদ্ধতিতে। ডিপিএল-এর জন্য সাত জন আইকন প্লেয়ারকে রাখা হয়েছিল। আর ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটার ৬ জন। এই ১৩ জনকে লটারির মাধ্যমে একেকটি ক্লাব দলে ভিড়িয়েছে।

আইকন ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাকে দলে ভিড়িয়েছে কলাবাগান ক্রীড়াচক্র। এদিকে দুই আইকন প্লেয়ারকে দলে ভিড়িয়েছে আবাহনী লিমিটেড। জাতীয় দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল ও অল রাউন্ডার সাকিব আল হাসানকে দলে পেয়েছে ক্লাবটি। যদিও সাকিব বর্তমানে আইপিএল খেলছেন।
১. মাহমুদুল্লাহ রিয়াদ…………..শেখ জামাল
২. তামিম ইকবাল……………..আবাহনী লিমিটেড
৩. সাব্বির রহমান……………প্রাইম ব্যাংক
৪. ইমরুল কায়েস……………..ব্রাদার্স ইউনিয়ন
৫. সাকিব আল হাসান…………আবাহনী লিমিটেড
৬. মুশফিকুর রহিম……………মোহামেডান স্পোর্টিং ক্লাব
৭. মাশরাফি বিন মুর্তজা……….কলাবাগান ক্রিকেট ক্লাব

‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়রা কে কোন ক্লাবে:
১. সৌম্য সরকার……………..লিজেন্ডস অব রূপগঞ্জ
২. মুস্তাফিজুর রহমান………….মোহামেডান স্পোর্টিং ক্লাব
৩.মুমিনুল হক………………..ভিক্টোরিয়া
৪. মিথুন…………………….লিজেন্ডস অব রূপগঞ্জ
৫. নাসির হোসেন……………..প্রাইম দোলেশ্বর
৬. এনামুল হক বিজয়…………গাজী গ্রুপ ক্রিকেটার্স