• রোববার , ১৭ নভেম্বর ২০২৪

কর্নেল আজাদের চোখ দিয়ে স্প্লিন্টার ঢুকে মাথায় আঘাত হেনেছিল


প্রকাশিত: ৫:০১ পিএম, ৩১ মার্চ ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৯ বার

সাইফুল বারী মাসুম  :    র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক লে. কর্নেল আবুল কালাম আজাদের rab-officer-abul-kalam-azad-www.jatirkhantha.com.bdময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্তে কর্নেল আজাদের চোখ দিয়ে স্প্লিন্টার ঢুকে মাথায় আঘাত হানার প্রমাণ মেলে।শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এই ময়নাতদন্ত হয়।

ময়নাতদন্তকারী চিকিৎসক ঢাকা মেডিকেলের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জাতিরকন্ঠকে জানান, মস্তিষ্কে বোমার স্প্লিন্টারের আঘাতে আবুল কালাম আজাদ মারা গেছেন।তিনি বলেন, ‘আবুল কালাম আজাদের বাম চোখে স্প্লিন্টার ঢুকে মস্তিষ্কে আঘাত করে। এতেই তার মৃত্যু হয়েছে। ওই স্প্লিন্টার আমরা বের করেছি। তার বাম চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে যায়।’

ডা. সোহেল মাহমুদ জানান, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে সকাল সাড়ে ৭টায় র‌্যাব গোয়েন্দা প্রধানের মরদেহ ঢামেকে আনা হয়। সকাল ৯টায় ময়নাতদন্ত শুরু হয়। শেয় হয় পৌনে ১০টায়। ময়নাতদন্ত শেষে তার মরদেহ আবারও সিএমএইচে নেয়া হয়েছে।

প্রসঙ্গত, গত ২৫ মার্চ সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় জঙ্গি আস্তানার কাছে বোমা বিস্ফোরণে গুরুতর আহত হন লে. কর্নেল আবুল কালাম আজাদ। প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার কয়েক দফা অস্ত্রোপচার করা হয়। সেখান থেকে ঢাকায় সিএমএইচে নেয়া হয়।

অবস্থার উন্নতি না হওয়ায় রোববার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেয়া হয়। সেখানে তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ওই হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে বুধবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় এনে সিএমএইচের আইসিইউতে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাত ১২টার পরে সিএমএইচের চিকিৎসকেরা র‍্যাবের গোয়েন্দা প্রধান আবুল কালাম আজাদকে মৃত ঘোষণা করেন।

লে. কর্নেল আজাদের জানাজা
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে র‍্যাব সদর দপ্তরে। এর আগে তাঁর মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‍্যাব উপস্থিত ছিলেন।র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে র‍্যাব সদর দপ্তরে।

এর আগে তাঁর মরদেহে সামরিক কায়দায় শ্রদ্ধা ও সশস্ত্র সালাম জানানো হয়। এ সময় সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ডিজি র‍্যাব উপস্থিত ছিলেন। র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) গোয়েন্দাপ্রধান লেফটেন্যান্ট কর্নেল আবুল কালাম আজাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বাদ জুমা প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে। এরপর বেলা তিনটায় তাঁর মরদেহ উত্তরায় র‍্যাব সদর দপ্তরে নেওয়া হয়। সেখানে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরিদর্শক শহীদুল হক, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ ও লে কর্নেল আজাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।র‍্যাবের গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, র‍্যাব সদর দপ্তর থেকে লে. কর্নেল আজাদের লাশ বনানীর সামরিক কবরস্থানে নেওয়া হবে। আজ বিকেলে সেখানে তাঁর দাফন করা হবে।