• সোমবার , ২৩ ডিসেম্বর ২০২৪

করদাতাদের মধ্যে ভীতি তৈরি করছে কর্মকর্তারা : এনবিআর চেয়ারম্যান


প্রকাশিত: ৮:৪৩ পিএম, ১৪ জানুয়ারী ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ৬০ বার

অর্থনৈতিক রিপোর্টার : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের কারণে করদাতাদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। শনিবার রাজধানীতে এক কর্মশালায় তিনি একথা বলেন।করদাতাদের ভীতি দূর করতে হবে এবং সেজন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ দিতে হবে বলেও মনে করেন তিনি।

এনবিআর প্রধান আরও বলেন, করের উচ্চহারের কারণে আগ্রহ হারান করদাতারা। এ কারণে রাজস্ব আদায় বাড়ছে না। ব্যক্তি পর্যায়ে করদাতা দ্রুত বাড়লেও তাদের করের আওতায় আনা যাচ্ছে না। এক্ষেত্রে পিছিয়ে আছে এনবিআর। তাদের করের আওতায় আনতে আইন প্রয়োগ এখনই সঠিক হবে না বলেও মত দেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, মধ্যম আয়ের দেশে চলে যাচ্ছি বলে উল্লসিত হচ্ছি, বিপদটা দেখতে পাচ্ছি না। ট্যাক্স জিডিপির রেশিও নিয়ে হতাশ কিংবা চিন্তিত নয় এনবিআর। শুধু ক্ষুদ্র ও কুটিরশিল্প দিয়ে মধ্যম আয়ের দেশ হওয়া সম্ভব না, ভারী শিল্পকারখানা তৈরি করতে হবে।