• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

কভার্ড ভ্যানচাপায় কলেজছাত্রী নিহত


প্রকাশিত: ৪:৪৬ পিএম, ৪ আগস্ট ১৮ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১৮৬ বার

গাজীপুর প্রতিনিধি : নিরাপদ সড়কের দাবিতে দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে গাজীপুরে কভার্ড ভ্যানচাপায় এক কলেজছাত্রী নিহত নিয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী চালকের সহকারীকে পিটিয়ে আহত করার পাশাপাশি গাড়িতে আগুন দিয়েছে।এছাড়া আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের কর্মীদের ওপর হামলা করে চারজনকে আহত করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

গাজীপুর ট্রাফিকের জ্যেষ্ঠ এএসপি সালেহ উদ্দিন আহমেদ বলেন, শনিবার বেলা ১২টার দিকে বড়বাড়ি এলাকায় রাস্তা পার হওয়ার সময় ওই ছাত্রীকে চাপা দেয় কভার্ড ভ্যানটি। তাকে টঙ্গী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফারহানা আক্তার মিম (২১) টঙ্গী সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্রী। বড়বাড়ি এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। তাদের গ্রামের বাড়ি গাইবান্ধার সাদুল্লাহপুর থানার কদুরিয়া এলাকায়।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী কভার্ড ভ্যানটিতে আগুন দেওয়ার পর তা নেভাতেও বাধা দেয় বলে এএসপি সালেহ উদ্দিন জানান। তিনি বলেন, আগুন নেভাতে গিয়ে বিক্ষোভকারীদের হামলায় সার্ভিসকর্মী মো. সামসুল হক, হারিবুর রহমান, জাকারিয়া ও আজহার উদ্দিন আহত হন। তারা পাশের একটি পোশাক কারখানায় গিয়ে রক্ষা পান।এছাড়া কভার্ড ভ্যানচালকের সহকারী এলাকাবাসীর পিটুনিতে আহত হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় তায়রুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক প্রিয়তোষ সূত্রধর জনি।