• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

কচ্ছপ দিয়ে তৈরী হচ্ছে সেক্সের ওষুধ-বিদেশে কচ্ছপ চোরাচালান বাড়ছেই


প্রকাশিত: ৬:০৩ এএম, ১৩ জুলাই ১৫ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ১২৬ বার

kochop trafiking-www.jatirkhantha.com.bdএস রহমান.ঢাকা:
হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দর এখন বিরল কচ্ছপ পাচারের নিরাপদ রুটে পরিণত হয়েছে।গত এক মাসে বেশ কয়েক দফা কচ্ছপ চালান আটক করা হলেও বহাল তবিয়তে চলছে কচ্ছপ চোরাচালান। চোরাচালানকারীরা কচ্ছপ পাচার করতে পারলে সোনার মত দাম পাচ্ছে বলে অভিযোগ রয়েছে।কিন্তু লেনদেনে গরমিল হলেই আটক হচ্ছে কচ্ছপ।ইতিপূর্বে গ্রেফতারকৃত চোরাচালানী পুলিশকে জানায়, কচ্ছপ দিয়ে নাকি সেক্স এর দারুণ  ওষুধ তৈরী হয়।ফলে বিদেশে কচ্ছপ চোরাচালান বাড়ছে প্রতিনিয়ত।

পুলিশ জানায়, কচ্ছপ চারের সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।রবিবার সকাল পৌনে ১১টার দিকে বিমানবন্দরের ৩ নম্বর বহির্গমন গেট থেকে কচ্ছপগুলো উদ্ধার করা হয়।

কাস্টমসের সহকারী কমিশনার প্রিয়াঙ্কা দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাগেজ স্ক্যান হওয়ার সময় পাঁচটি ট্রলি ব্যাগে এই কচ্ছপগুলো দৃষ্টিগোচর হয়। প্রতিটি ট্রলিব্যাগে দুই শ’টির মতো কচ্ছপ রয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি। সম্প্রতি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যৌথ অভিযানে ৫৪০টি কচ্ছপ উদ্ধার হয়।
আইআই