• রোববার , ২০ এপ্রিল ২০২৫

কক্সবাজারে সি আলিফে মা-মেয়ে খুন


প্রকাশিত: ২:৪০ এএম, ১৮ ফেব্রুয়ারি ২৩ , শনিবার

নিউজটি পড়া হয়েছে ১১৮ বার

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের কলাতলীতে একটি আবাসিক হোটেল থেকে মা-মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে সি আলিফ নামে হোটেলের ৪১১ নম্বর হোটেল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।নিহত মায়ের নাম সোমা দে (৩৫)। তাঁর দেড় বছর বয়সী মেয়ের নাম জানা যায়নি। গতকাল সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ওসি রফিকুল ইসলাম বলেন, নিহত সুমা দে (৩৫) চট্টগ্রামের বাশঁখালীর বাসিন্দা। তিনি গত ১৪ ফেব্রুয়ারি তিন সন্তানসহ স্বামী জেবিন দে’র সঙ্গে ‘সি আলিফ’ আবাসিক হোটেলে রুম ভাড়া নেন। তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। আজ সকালে তারা সবাই হাসিমুখেই ছিলেন। কিন্তু হঠাৎ তাদের রুম খোলা দেখে হোটেল বয় গিয়ে দেখেন মা ও মেয়ের (৪) মরদেহ পড়ে আছে। পরে হোটেল কর্তৃপক্ষ ৯৯৯-এ কল দিয়ে জানালে আমরা ঘটনাস্থলে আসি। ঘটনার পর দুই সন্তান নিয়ে লাপাত্তা স্বামী।তবে কী কারণে এমন হত্যাকাণ্ড তার রহস্য বের করার চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।