• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ওয়াসা কর্মকর্তা ঘুষের টাকাসহ পাকরাও


প্রকাশিত: ৯:২৭ পিএম, ২৬ জুন ১৮ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১১৭ বার

wasa guskoor-jahid-www.jatirkhantha.com.bd

দুদক সূত্রে জানা যায়, গোল্ডকোস্ট ইন্টারন্যশনাল লি. এর ম্যানেজার এর নিকট হতে তাদের কারখানায় ২০১৫ সালে স্থাপিত গভীর নলকূপটির বিল নিয়মিতকরণের জন্য মো. জাহিদুর রহমান ৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন। তিনি ঘুষ না দিলে উক্ত ফ্যাক্টরিতে চলমান ওয়াসার লাইনটির সংযোগ বিছিন্নের ভয় দেখান।

পরবর্তীতে অনেক আলাপ-আলোচনার পর মো. জাহিদুর রহমান তার দাবিকৃত ঘুষের পরিমাণ সর্বশেষ ২ লক্ষ টাকা নির্ধারণ করেন। গোল্ডকোস্ট ইন্টার ন্যাশনাল লি. এর ম্যানেজার আশেক সাদেক চৌধুরী বিষয়টি দুদককে জানায়। দুদক সকল আইনানুগ প্রক্রিয়া অবলম্বন করে ফাঁদ মামলা পরিচালনার জন্য একটি বিশেষ টিম গঠন করে।

মঙ্গলবার দুপুর থেকে বিশেষ টিমের সদস্যরা বর্ণিত অফিসের চারদিকে ওৎ পেতে থাকে। নিজ দফতরে বসে জাহিদুর রহমান যখন ঘুষের ২ লক্ষ টাকা গ্রহণ করছিলেন ঠিক তখনই দুদকের বিশেষ টিমের সদস্যরা ঘুষের টাকাসহ জাহিদুর রহমানকে গ্রেফতার করে।এ বিষয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এর সহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম বাদী হয়ে উত্তরা পূর্ব (ডিএমপি) থানায় একটি মামলা দায়ের করেছেন।