• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ওয়ার্ল্ড টি-টোয়েন্টির নায়ক হবে কার্টার মাষ্টার মুস্তাফিজ


প্রকাশিত: ৮:০১ পিএম, ৮ মার্চ ১৬ , মঙ্গলবার

নিউজটি পড়া হয়েছে ১২৪ বার

স্পোর্টস রিপোর্টার  :   এবার ওয়ার্ল্ড টি-টোয়েন্টির নায়ক হবে কার্টার মাষ্টার মুস্তাফিজ । সেলক্ষেই নিজেকে তৈরী করছেন মুস্তাফিজ।যদিও প্রথম ম্যাচে mustafij-www.jatirkhantha.com.bdmustafij-2-www.jatirkhantha.com.bdমুস্তাফিজকে ছাড়াই নামবে বাংলাদেশ।কিন্তু তারপরও মুস্তাফিজ নিজেকে তৈরী রাখছেন। ইনজুরির কারণে ঘরের মাঠে এশিয়া কাপের প্রায় পুরোটাই মিস করেছে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। এবার ভারতের মাঠে ওয়ার্ল্ড টি-টোয়েন্টির প্রথম ম্যাচেই একাদশে থাকতে পারছেন না মুস্তাফিজ।

চোটের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে পড়েছিলেন কাটার মাস্টার। সেটি এখনো তার সঙ্গী। আপাতত পুনর্বাসন প্রক্রিয়াতেই সময় কাটছে ক্যারিয়ারের প্রথম বিদেশ সফরে যাওয়া মুস্তাফিজের।

বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বুধবার বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে মাঠে গড়াবে ম্যাচটি।টাইগাররা এখন বাছাইপর্বে নিজেদের সবগুলো ম্যাচের ভেন্যু ধর্মশালায়।

বাংলাদেশের ম্যাচগুলোর এই ভেন্যুটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার ফিট উঁচুতে। যেখানে দৌড়ানোর সময় শ্বাস নিতে একটু সমস্যা হওয়ার কথা জানিয়েছেন ক্রিকেটাররা।