• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ওয়ার্ল্ড টি২০ সেরা ক্যাচ-সাকিব সৌম্যর


প্রকাশিত: ১:১৩ পিএম, ১ এপ্রিল ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৬৫ বার

 

স্পোর্টস রিপোর্টার : টি-টোয়েন্টি বিশ্বকাপে দুর্দান্ত কিছু ক্যাচ দেখেছে ক্রিকেট বিশ্ব। সেই সব soumo catch-www.jatirkhantha.com.bdক্যাচের তিনটি তালুবন্দি করেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও সৌম্য সরকার।সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আরাফাত সানির বলে মিড উইকেট সীমানায় দারুণ অনুমানশক্তি, রিফ্লেক্স ও ভারসাম্যে মোহাম্মদ হাফিজের ক্যাচ নেন সৌম্য।

বাংলাদেশের কোনো ফিল্ডারের এরকম ক্যাচ সম্ভবত এটিই প্রথম। সৌম্যর সেই ক্যাচ দেখে মুগ্ধ স্বয়ং জন্টি রোডস, যাকে মনে করা হয় আধুনিক ক্রিকেটের সেরা ফিল্ডার।

1অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম্যাচেই দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন সাকিব। এই বাঁহাতি স্পিনরের ফুলটস বল সজোরে হাঁকান ডেভিড ওয়ার্নার। বাঁহাতি ব্যাটসম্যানের শটে দারুণ গতি থাকলেও ফিরতি ক্যাচ নিয়ে তাকে বিদায় করতে কোনো ভুল করেননি সাকিব।

পরের ম্যাচে আবার দুর্দান্ত এক ক্যাচ তালুবন্দি করেন ব্যাট হাতে বিশ্বকাপে বাজে সময় কাটানো সৌম্য।আল আমিন হোসেনের শর্ট বল সজোরে পুল করেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। স্কয়ার লেগ সীমানায় বাঁদিকে কিছুটা দৌড়ে দারুণ এক ডাইভিং ক্যাচে তার বিদায় নিশ্চিত করেন সৌম্য।

সেরার তালিকায় আছে শেন ওয়াটসন, অনুজা পাতিল, জো রুট, ইসোবেল জয়েস, মোহাম্মদ নবি, ক্যাথেরিন ব্রান্ট, পান্ডিয়া, মিতালি রাজ, নাথান ম্যাককালাম, পিটার সিলার, সিকান্দার রাজা, মাইকেল লাসিক, জিশান মাকসুদের ক্যাচও।