• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

ওয়ানডেতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ওপরে বাংলাদেশ


প্রকাশিত: ৫:৫৪ পিএম, ৪ মে ১৬ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৪৫ বার

স্পোর্টস রিপোর্টার  :   ওয়ানডেতে পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের ওপরে বাংলাদেশ।বার্ষিক হালনাগাদের CRICKET-WT20-2016-BAN-NZLপর আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে মাত্র ১ রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। ফলে আগের মতোই মাশরাফি বিন মর্তুজার দল আছে সাত নম্বরে।

এর আগে আইসিসির সভা থেকে ফিরে গত ২৫ এপ্রিল দুপুরে বিসিবি প্রধান নাজমুল হাসান সংবাদ সম্মেলন করে জানিয়েছিলেন, ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের পাঁচে উঠেছে বাংলাদেশ। এটিকে বলেছিলেন দেশের ক্রিকেট ইতিহাসের বড় অর্জন। কিন্তু হালনাগাদ হওয়ার পরে ৯৭ পয়েন্ট বেড়েছে ১ পয়েন্ট। এবং র‌্যাঙ্কিংয়ে সাত নম্বরেই থাকছে মাশরাফিরা।

তবে বদল হয়েছে বাংলাদেশের নিচের দুটি জায়গায়। আট থেকে নয়ে নেমে গেছে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ উঠে এসেছে আটে। র‌্যাঙ্কিংয়ের চূড়ার দিকেও আসেনি পরিবর্তন। দুই পয়েন্ট কমলেও শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। দুইয়ে বিশ্বকাপের রানার্স আপ নিউজিল্যান্ড। ভারতকে চারে নামিয়ে তিনে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের চেয়ে পিছিয়ে তারা মাত্র ১ পয়েন্টে।

বার্ষিক হালনাগাদের পর আইসিসি টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়েও অবস্থানের নড়চড় হয়নি বাংলাদেশের। বাড়েনি বা কমেনি রেটিং পয়েন্টও। আগের মতো আফগানিস্তানের পেছনে থেকে বাংলাদেশ আছে ১০ নম্বরে। রেটিং পয়েন্টও থমকে আছে ৭৪-এ। আফগানিস্তানের রেটিং পয়েন্ট কমে যাওয়ায় অবশ্য কমেছে বাংলাদেশে সঙ্গে ব্যবধান, এখন তা ৪ পয়েন্ট।

ভারতে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড উতরালেও সুপার টেন পর্বে সব ম্যাচ হেরেছে বাংলাদেশ। অন্য দিকে আফগানিস্তান সুপার টেনে হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে, পরে যারা জিতেছে শিরোপা। র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ অবশ্য দু:সংবাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে, দারুণ সুখবর বয়ে এনেছে নিউ জিল্যান্ডের জন্য। দুই ধাপ এগিয়ে প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে কিউইরা। শীর্ষস্থান থেকে ভারত নেমে গেছে দুইয়ে। হালনাগাদে নিউ জিল্যান্ডের বেড়েছে ১২ পয়েন্ট, ভারতের ৬। দুই দলেরই পয়েন্ট ১৩২। তবে ভগ্নাংশের হিসেবে +০.২১ পয়েন্টে এগিয়ে নিউ জিল্যান্ড।

বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দুই থেকে নেমে গেছে তিন নম্বরে। এবারের হালনাগাদে কাটা পড়েছে ২০১২-১৩ মৌসুম। বিবেচনার বাইরে চলে গেছে ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটিতেও চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। এবারের হালনাগাদে তাদের অবনমনের কারণ সেটিই।