• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ওমিকন জাতীয় ‘এ’ দাবা চ্যাম্পিয়নশিপ কাল


প্রকাশিত: ৬:৩৭ পিএম, ২০ নভেম্বর ১৭ , সোমবার

নিউজটি পড়া হয়েছে ৮৩ বার

স্পোর্টস রিপোর্টার :  ওমিকন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওমিকন ৪৩তম জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপ-২০১৭ এর খেলা আগামীকাল

সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদ উল্যা এবং ওমিকন গ্রুপের জেনারেল ম্যানেজার এহসান মাহবুব
সংবাদ সম্মেলনে বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদ উল্যা , ওমিকন গ্রুপের জেনারেল ম্যানেজার এহসান মাহবুব

২১ নভেম্বর মঙ্গলবার বেলা তিনটা হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা কক্ষে শুরু হবে। এ উপলক্ষে আজ ২০ নভেম্বর সোমবার দুপুরে দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে এক প্রেস-ব্রিফিং অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদ উল্যাসহ বাংলাদেশ দাবা ফেডারেশনের কর্মকর্তা এবং ওমিকন গ্রুপের জেনারেল ম্যানেজার এহসান মাহবুব।কর্মকর্তাবৃন্দ প্রেস-ব্রিফিংয়ে উপস্থিত থেকে এবারের জাতীয় ’এ’ দাবা চ্যাম্পিয়নশিপের বিস্তারিত তথ্য উত্থাপন করে জানানো হয়  এবার যে এবার অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাম্বার ড্র প্রেস-ব্রিফিংয়ের পর পরই একই স্থানে অনুষ্ঠিত হবে।

রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে এবারের ওমিকন জাতীয় ’এ’ দাবায় ১৪ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন। দেশের ৪ গ্র্যান্ড মাস্টার গতবারের চ্যাম্পিয়ন এনামুল হোসেন রাজীব, গতবারের রানার-আপ মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, জিয়াউর রহমান ও রিফাত বিন সাত্তার সরাসরি এবং সাইফ পাওয়ারটেক জাতীয় ’বি’ দাবা হতে ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ, ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, এস এম স্মরন, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, মহিলা আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজা এবং ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ। ব্যক্তিগত কারণে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ এবার অংশ নিচ্ছেন না।