• বুধবার , ২৫ ডিসেম্বর ২০২৪

ওবায়দুল কাদেরের সৌজন্য সাক্ষাৎ বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান-এমডির সঙ্গে


প্রকাশিত: ৭:৪৫ পিএম, ১৮ জানুয়ারী ২৩ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৯৩ বার

স্টাফ রিপোর্টার : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এবং ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

গত সোমবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের বাসভবনে এই সাক্ষাতের সময় বসুন্ধরা পরিবারের পক্ষ থেকে ওবায়দুল কাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, রংধনু গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম এবং বাড্ডা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।