• শনিবার , ১৮ জানুয়ারী ২০২৫

ঐহিহাসিক টেস্টে দুশ্চিন্তায় বাংলাদেশ


প্রকাশিত: ১২:৩৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ১৭ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ৫৬ বার

111

স্পোর্টস রিপোর্টার :  ৩ উইকেটে ৩৫৬ রানে প্রথম দিন শেষ করে ভারত। ১১১ রানে কোহলি ও ৪৫ রানে আজিঙ্কা রাহানে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। দ্বিতীয় দিন আরও ১৮ ওভার খেলা হলেও এ জুটির কাছে অসহায় বাংলাদেশের বোলাররা। কোনও ধরনের অসুবিধা ছাড়াই কোহলি তার ক্যারিয়ারের ষষ্ঠ দেড়শতাধিক রানের ইনিংস খেলেছেন। আর রাহানে তার ক্যারিয়ারের ১০ম হাফসেঞ্চুরি করেছেন। ১০৮ ওভার শেষে ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৪৪১ রান।

কোহলি ১৬৫ ও রাহানে ৭৬ রানে খেলছেন। তাদের অপরাজিত জুটিটি ২০৭ রানের। হায়দরাবাদ টেস্টের প্রথম দিনে শুরুর সঙ্গে শেষটা মিলেনি। প্রথম ওভারেই উইকেট পাওয়ার আনন্দ মিলিয়ে গেছে মুরালি বিজয়ের সেঞ্চুরি ও চেতেশ্বর পূজারার সঙ্গে তার দেড়শতাধিক রানের জুটিতে।

এর পর স্বাগতিক অধিনায়ক বিরাট কোহলির দ্রুতগতির সেঞ্চুরিতে সেই আনন্দ মাটির সঙ্গে মিশে গেছে। ভারতের স্কোরবোর্ড অনেক শক্তিশালীই হতে যাচ্ছে। কিন্তু সেটা থামাতে হলে শুক্রবারের খেলায় বাংলাদেশি বোলারদের ঘুরে দাঁড়াতে হবে। ফিল্ডিংও করতে হবে বেশ দাপটের সঙ্গে। আর এ লক্ষ্য নিয়েই হায়দরাবাদ টেস্টে ভারতকে দ্বিতীয় দিন মোকাবিলা করতে নেমেছে বাংলাদেশ।

বৃহস্পতিবার মাত্র ২ রানে ভারতের প্রথম উইকেট পায় বাংলাদেশ। পরে পূজারা ও বিজয়ের ১৭৮ রানের জুটিতে ম্যাচে ফেরে স্বাগতিকরা। পূজারা ৮৩ রানে আউট হন দ্বিতীয় সেশনে। তৃতীয় সেশনের শুরুতে বিজয় (১০৮) সেঞ্চুরি করে উইকেট দেন। তিন সেশনে এ তিনটি উইকেটই ছিল প্রথম দিন বাংলাদেশের প্রাপ্তি। আর ফিল্ডিংয়ে সুযোগ নষ্ট হয়েছে চোখে পড়ার মতো।