এসিডিটি-রংপুর সিএমএইচে ভর্তি এরশাদ – জাতিরকন্ঠ/www.jatirkhantha.com.bd
  • মঙ্গলবার , ২৮ জানুয়ারী ২০২৫

এসিডিটি-রংপুর সিএমএইচে ভর্তি এরশাদ


প্রকাশিত: ২:২৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ১৭ , বুধবার

নিউজটি পড়া হয়েছে ৮৪ বার

রংপুর প্রতিনিধি  : এসিডিটি’র কবলে  রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছেন ershad-www.jatirkhantha.com.bdপ্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদকে। এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার জানান, মঙ্গলবার রাতে তাকে রংপুরের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

খালেদ আক্তার জানান, এরশাদ রংপুরের তানকুটি এলাকায় এক কর্মীসভায় অংশগ্রহণের পর রাতে শহরের দর্শনার বাড়িতে ফিরছিলেন। এ সময় হঠাৎ তিনি অসুস্থতা বোধ করলে তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক জানিয়েছেন, গরমের কারণে এসিডিটির সমস্যা দেখা দিয়েছিল। প্রাথমিক চিকিৎসায় রাতেই তার শারীরিক অবস্থা স্বাভাবিক হয়েছে।

বিশ্রাম শেষে বুধবার দুপুরের দিকে তিনি বাড়ি ফিরতে পারবেন বলে চিকিৎসকের বরাতে জানিয়েছেন সচিব খালেদ। ২৪ সেপ্টেম্বর চারদিনের সফরে ঢাকা থেকে রংপুরে আসেন জাপা চেয়ারম্যান। রংপুর-৩ আসনের বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং সিটি করপোরেশনের নির্বাচনে জাপা প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার পক্ষে নির্বাচনী জনসভায় বক্তৃতা দেয়ার কথা রয়েছে তার।