• বৃহস্পতিবার , ১৬ জানুয়ারী ২০২৫

এমপি হারুন ও চেয়ারম্যান ফারুকের সমন্বয়ে কাঠালিয়ায় সন্ত্রাস প্রতিরোধ কমিটি


প্রকাশিত: ১০:৪৭ পিএম, ১৬ সেপ্টেম্বর ১৬ , শুক্রবার

নিউজটি পড়া হয়েছে ১৮৭ বার

কাঠালিয়া প্রতিনিধি:মো.মোছাদ্দেক বিল্লাহ্  :  কাঠালিয়ায় সন্ত্রাস প্রতিরোধে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। 5ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য বজলুল হক হারুনকে প্রধান উপদেষ্টা, উপজেলা চেয়ারম্যান মো. ফারুক সিকদারকে উপদেষ্টা, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মো. গোলাম কিবরিয়া সিকদার সভাপতি, শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপনকে সদস্য সচিব ও ১০জন সহ-সভাপতিসহ ২০১ সদস্য বিশিষ্ট উপজেলা সন্ত্রাস প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে।

এ কমিটির নির্বাচিত সহ-সভাপতিগন হলেন-অধ্যক্ষ মো. আবুল বসার বাদশাহ্, মো. জাহাঙ্গীর হোসেন মোল্লা, মো. রবিউল ইসলাম কবির সিকদার, ইউপি চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম ফোরকান, ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেন ফরাজী, এস এম আমিরুল ইসলাম লিটন সিকদার, ইউপি চেয়ারম্যান শিশির চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান লিটন নকীব, বিমল চন্দ্র সমাদ্দার, মো. সাদেকুল ইসলাম ফুল সিকদার।

নব-গঠিত সন্ত্রাস প্রতিরোধ কমিটির সদস্য সচিব ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. মাহমুদ হোসেন রিপন জানান, বিভিন্ন ইউনিয়ন কমিটি গঠন শেষে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। মাননীয় এমপি মহোদয়ের নির্দেশনায় উপজেলা চেয়ারম্যান সাহেবের পরামর্শে ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত কমিটি জঙ্গিবাদ, নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে কাজ করছেন। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ বিরোধী সভা-সমাবেশের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি করা হচ্ছে।

12

আওরাবুনিয়া ইউপি ছাত্রলীগের সভাপতি
 পলাশ সাধারণ সম্পাদক রানা-ঘোষনা

কাঠালিয়া,প্রতিনিধি . মো.মোছাদ্দেক বিল্লাহ্  :   ১২বছর পর অনুষ্ঠিত হল আওরাবুনিয়া ইউনিয়ন এর ৬ নং ওয়াডের ছাত্রলীগ এর সম্মেলন। এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কাঁঠালিয়া উপজেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক সাখওয়াত হোসেন অপু শিকদার।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন সরকারী কবি নজরুল কলেজের যুগ্ম সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রানা, ঝালকাঠী জেলা ছাত্রলীগ এর উপ সম্পাদক শিবলি মাহমুদ,৬নং ওয়াডের ইউপি সদস্য ও ৬নং ওয়াড যুবলীগ সভাপতি হালিম হাওলাদার।

সম্মেলন এর সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রলীগ এর আহবায়ক কামাল শিকদার ও সম্মেলন সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহবায়ক সোহান। সম্মেলন শেষে কামরুল হাসান পলাশ কে সভাপতি ও রানা খান কে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয় পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সভাপতি ও সাধারণ সম্পাদক কে মিস্টি খাওয়ান।