এমপির থিমপ্লাজা ম্যানহোলে লাশ
রাজশাহী প্রতিনিধি : রাজশাহী -১ আসনের এমপির থিম প্লাজার সামনের ম্যানহোলে পাওয়া লাশ নিয়ে তোলপাড় অবস্থা চলছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম বলেন, থিম ওমর প্লাজার সিকিউরিটিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সকাল ১০টার পর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোল থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার সকালে রাজশাহীর নিউ মার্কেট এলাকা থেকে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। যেখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেখানে জনসাধারণের প্রবেশাধিকার নেই।
সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধিন থিম ওমর প্লাজা ও তার রাজনৈতিক কার্যালয়ের ম্যানহোলে মরদেহটি পড়ে ছিল। নিহত ৬১ বছর বয়সী নয়নাল উদ্দিন রাজশাহীর কাটাখালি শ্যামপুর এলাকার বাসিন্দা ছিলেন।
থিম ওমর প্লাজার কর্মচারী ও স্থানীয়রা জানান, নিউ মার্কেট এলাকায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর মালিকানাধিন শপিং সেন্টার থিম ওমর প্লাজা সংলগ্ন তার রাজনৈতিক কার্যালয়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন ওমর ফারুক চৌধুরী। প্রতিদিনই বিকেলের পর থেকে রাজনৈতিক নেতা-কর্মীদের ভিড় হয় এই এখানে।
তারা জানান, মূলত সংসদ সদস্য ওমর ফরুক চৌধুরী থাকাকালে এখানে নেতা-কর্মীর ভিড় থাকে। অন্য সময় এখানকার গেটটি বন্ধ থাকে। এই কার্যালয় সংলগ্ন ম্যানহোলে মঙ্গলবার সকালে মরদেহ দেখে পুলিশকে খবর দেন সিকিউরিটির দায়িত্বে থাকা লোকজন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ বলছে, কীভাবে সেখানে মরদেহ গেলোএসব নিয়ে তারা কাজ করছেন। খবর পেয়ে ক্রাইম সিন ইউনিটের সদস্যরা গিয়ে নমুনা সংগ্রহ করেছেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম বলেন, থিম ওমর প্লাজার সিকিউরিটিদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে সকাল ১০টার পর মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-১ দিন আগে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।